ডিজিটাল জব সলিউশন

শিক্ষা নিয়ে বাণিজ্য নয়, আসুন শিক্ষা বাণিজ্যকে না বলি এই স্লোগানকে বুকে ধারণ করে স্যাট একাডেমি তৈরি করেছে ডিজিটাল জব সলিউশন। বাংলাদেশের সরকারী বেসরকারী বিগত ১০ বছরের সকল প্রশ্ন ও সমাধান পাবেন এই সাইটে।

শুধু তাই নয়, এক্সাম মোড অন করে নিজেকে যাচাই করার সুযোগ পাবেন। এর সাথে ১ লক্ষ ৫০ হাজার রেন্ডম প্রশ্নের সমাহারে অনলাইন পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন। www.sattacademy.com/exam

যেসকল পরীক্ষার প্রশ্ন বাহিরে নিয়ে বের হওয়া যায় না আপনি সে সকল প্রশ্নের সন্ধান ও সমাধান পাবেন এই ওয়েবসাইটে।

স্যাট একাডেমির স্যাট এডমিশন সিস্টেমে বিগত বছরের সকল পাবলিক বিশ্বিবিদ্যালয়, প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়, মেডিকেল ও অন্যান্য ভর্তি পরীক্ষার প্রশ্ন পাবেন এই ডিজিটাল জব সলিউশনে।

যে সকল পরীক্ষার প্রশ্ন সমাধান পাবেন এই সাইটে

সকল পরীক্ষার তালিকা

 

প্রিয় পাঠক, লেখাটি ভাল লাগলে বা অন্য কোনো পরামর্শ থাকলে কমেন্টে আপনার মুল্যবান মতামত দিন।

স্যাট একাডেমি ব্লগে পাবলিশ এর জন্য আপনার যেকোনো লেখা পাঠাতে আমাদের ইমেইল করুন info@sattit.com

অথবা এখানে ক্লিক করে সরাসরি পোস্ট করুন। আপনার লেখা রিভিউ শেষে পাবলিশ করা হবে।

You may also like...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.