Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/sattacad/public_html/blog/wp-config.php on line 101
ত্বক ফর্সা করার যাদুকরী উপায় | স্যাট একাডেমী ব্লগ

ত্বক ফর্সা করার যাদুকরী উপায়

  • মুখের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য টক দই বেসনের সাথে মিশিয়ে মুখে মাখুন, ত্বক  ফর্সা হবেই
  • আটা পানির সাথে মিশিয়ে চুলায় গরম করুন ঘন হয়ে এলে ঠান্ডা করে মুখে মাখুন, এতে আপনার ত্বক সুন্দর হবে
  • টক দই এর সাথে গুড়ো দুধ মিশিয়ে মুখে মাখুন । ত্বক নরম ও মসৃণ হবে ।
  • ত্বকের কালো দাগ দূর করতে লেবুর রস মুখে লাগান । দাগ হালকা হবে।
  • জেইল আইলাইনার না থাকলে কাজল কয়েক সেকেন্ড চুলোয় ধরুন । তারপর ঠান্ডা করে চোখে লাগান ।
  • রোদে পোড়া ভাব দূর করতে মুখে শসার রস বা টমেটো লাগান
  • কোন জায়গা পুড়ে গেলে তাড়াতাড়ি সেই জায়গায় পেষ্ট লাগান । ফোসকা পড়বে না ।
  • পায়ের ক্লান্তি দূর করতে গরম পানিতে লবন মিশিয়ে পা ডুবিয়ে রাখুন । এতে আরাম পাবেন
  • ১ টেবিল চামচ গুঁড়ো দুধ, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ লেবুর রস এবং আধা টেবিল চামচ বাদামের তেল ভালোভাবে মিশিয়ে মুখে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর পরিষ্কার করুন। এই প্যাকটি  রোদে পোড়া ভাব দূর করবে।
  •  বেসন, দুধ ২ চা চামচ এবং লেবুর রসের মিশ্রণ মুখে,গলায় লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার এটা লাগান আপনার গায়ের রঙ অবশ্যই উজ্জ্বল হবে।
  •  সপ্তাহে একবার পাকা কলা চটকিয়ে মুখে লাগান আর ৪/৫ মিনিট পর ধুয়ে ফেলুন। মুখে লুকিয়ে থাকা সব ময়লা নিমিষে পালিয়ে যাবে আর আপনি হয়ে উঠবেন আরো আকর্ষণীয়।
  •  ২ টেবিল চামচ বেসন, ২ চিমটি কাঁচা হলুদ , ২-৩ ফোঁটা লেবুর রস আর ১ চা চামচ দুধ দিয়ে প্যাক বানিয়ে ফেলুন। মুখে ৫ মিনিট ভালোভাবে ম্যাসাজ করুন এই প্যাকটি। তারপর ২০ মিনিট পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে মনে রাখবেন হলুদ কিন্তু সবার ত্বকের জন্য নয়। তাই আগে একটু টেস্ট করে নিবেন কাঁচা হলুদ আপনার বন্ধু না শত্রু।
  • কাঁচা আলুর রস অথবা আলু পাতলা করে কেটে অথবা আলুর পাল্প দিনে ২ বার করে ব্যবহার করলেও ভালো ফল পাবেন।তেঁতুলের পাল্প ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখতে হবে। শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। সপ্তাহে ২দিন এর ব্যবহারে ভালো ফল পাবেন।
  •  লেবু ও মধু একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। মুখ ভালো করে পরিষ্কার করে মিশ্রণটি লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। মিনিট ১৫ পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ৩-৪ দিন এর ব্যবহারে ভালো ফল পাবেন।
  •  মুসুর ডাল বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ভেজা মুসুর ডাল বেটে একটি ঘন পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
  • চোখের নিচের কালো দাগ দূর করতে শসা বা আলু ছোট করে কেটে চোখের নিচে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন
  • ঠোঁটের কালো ভাব দূর করতে দুধের সর নিয়মিত ঠোঁটে লাগান
  • দাঁতের হলদে ভাব দূর করতে পেষ্টের সাথে বেকিং পাউডার মিশিয়ে ব্যবহার করুন
  • মেকআপের সময় চোখের পাপড়ি ঘন দেখাতে পাপড়ির উপর পাউডার ব্রাশ করে মাশকারা লাগান
  •  লিপষ্টিককে ম্যাট বানাতে লিপষ্টিক দেওয়ার পর পাউডার ব্রাশ করুন।
  • নেইল পালিশ দীর্ঘদিন ঠিক রাখতে ফ্রিজে রাখুন।
  • আমরা সবাই কমলা খেয়ে খোসাটা ফেলে দিই,   কমলার খোসা রোদে শুকিয়ে নিন। তারপর মিহি করে গুঁড়ো করে নিন। তারপর ১ টেবিল চামচ গুঁড়োর সাথে ১ টেবিল চামচ টক দইয়ের পেস্ট মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • ঝকঝকে ত্বকের জন্য চন্দন গুঁড়োর অবদান অনস্বীকার্য। চন্দন গুঁড়োর সাথে দুধ মিশিয়ে প্রত্যেক দিন হালকা হাতে ম্যাসাজ করুন। অল্প দিনের মধ্যে আপনার মুখে হাসি ফুটবেই।
  • আপনার যদি টমেটোতে অ্যালার্জি না থেকে থাকে তাহলে কয়েক ফোঁটা লেবুর রসের সাথে টমেটোর ক্লাথ মিশিয়ে মুখে এবং গলায় ব্যবহার করুন ফর্সা ত্বকের জন্য আর ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • আধা কাপ চায়ের লিকার  ঠাণ্ডা করে ২ চামচ চালের গুঁড়ো, আধা চামচ মধু মিশিয়ে মুখে লাগান।
  •  শশার রস আর মধু সমপরিমাণ নিয়ে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন । এটি শুষ্ক ত্বকের জন্য অনেক উপকারী। তৈলাক্ত ত্বকে মধুর বদলে লেবু ব্যবহার করতে হবে।

আমাদের সাথেই  থাকুন, যেকোনো   বিষয়ে জানতে কমেন্ট করুন।

You may also like...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.