আবেদন করার পূর্বে কমপক্ষে কতগুলো পোষ্ট থাকতে হবে ?
ভালোমানের আর্টিকেলের সমন্বয়ে কমপক্ষে ৪০/৫০ টি পোষ্ট রাখা প্রয়োজন।
প্রত্যেকটি পোষ্টে ৪০০/৫০০ ওয়ার্ড রাখাটা ভাল। কপি করা আর্টিকেল দিয়ে কি এ্যাডসেন্স অনুমোদন পাওয়া যায়?
একটি ব্লগ, ওয়েবসাইট বা কন্টেন্ট সমৃদ্ধ ভিজিটরের উপস্থিতি হয় এমন যেকোনো ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স অনুমোদন দিয়ে থাকে। পরিপূর্ন যোগ্যতা সম্পন্ন একটি ওয়েবসাইট এ্যাডসেন্সের জন্য পরিপূর্ণ উপযোগী করে গড়ে তুলতে প্রায় ৬ মাসের অধিক সময় লেগে যায়। কোনো কোনো ক্ষেত্রে তা ৩ মাসের মধ্যে ও সম্পন্ন হয়ে ওঠে। এটা নির্ভর করে গুগল এর নিজস্ব যাচাই বাচাই এর উপর। কন্টেন্ট যদি মানসম্মত ও ভিজিটর বাউন্স রেট ভালো থাকে তাহলে আপনি ৬ মাসের পূর্বেই গুগল অ্যাডসেন্স এর জন্য আবেদন করতে পারেন। তবে ব্লগ অভিজ্ঞরা ব্লগ ও ওয়েবসাইটের বয়স নূন্যতম ছয় মাস হওয়ার আগে এ্যাডসেন্সের আবেদন করতে নিষেধ করেন। তবে এর আগে যোগ্যতা অর্জন করতে পারলে ছয় মাসের পূর্বেই এ্যাডসেন্স পাওয়া সম্ভব।