কো-লোকেশন কি?
আপনার সার্ভার অন্য কোন প্রতিষ্ঠানে রেখে বিদ্যুৎ, ইন্টারনেট সার্ভিস গ্রহণ করাকে কো-লোকেশন সার্ভিস বলে। বিস্তারিত জানতে ব্লগ আর্টিকেলটি পড়ুন
অতিরিক্ত খরচ ও তত্তাবধানের অভাবে আপনার নিজস্ব বাড়িতে যেহেতু সব ধরনের সুবিধা দিয়ে একটি সার্ভার ম্যানেজ করতে পারছেন না। তাই এমন একটি কো- লোকেশন পরিবেশে আপনার কেনা সার্ভার রাখুন যেখানে-
- সার্বক্ষনিক বিদ্যুৎ সংযোগ থাকবে
- উচ্চগতির ব্যাকআপ লাইনের ইন্টারনেট থাকবে।
- অগ্নি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
- তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকবে।
- অধিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
- সার্বক্ষনিক মনিটরং এর ব্যবস্থা থাকবে।
- দক্ষ সার্ভার ম্যানেজমেন্ট করার লোক থাকবে।
এরকম কিছু সার্ভিস প্রভাইডার আছে যারা মাসিক ভাড়ায় সার্ভার তাদের কাছে রাখবে। এই পদ্ধতিকে কো-লোকেশন বলে।
যারা কো-লোকেশন সার্ভিস প্রদান করে তাদের কো-লোকেশন সার্ভিস প্রভাইডার বলে।
অবস্থানকে কোলোকেশন ডাটা সেন্টার বলে।অনেক প্রোভাইডার ম্যানেজ সার্ভিসও প্রদান করে থাকে।তারাই পাবলিক আইপি প্রদান করে। সাধারনত সার্ভারের সাইজ এর উপর ভিত্তি করে টাকা প্রদান করতে হয়।
বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত হোস্টিং প্রভাইডার কোম্পানি www.satthost.com
ভিপিএস হোস্টিং- ভার্চুয়াল প্রাইভেট সার্ভার কি?
ম্যানেজড ও আনম্যানেজড হোস্টিং?
স্যাট একাডেমি ব্লগে পাবলিশ এর জন্য আপনার যেকোনো লেখা পাঠাতে আমাদের ই্মেইল করুন info@sattit.com
অথবা এখানে ক্লিক করে সরাসরি পোস্ট করুন। আপনার লেখা রিভিউ শেষে পাবলিশ করা হবে।