গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-১২। প্রথম ১০০ দিন শিখবো দক্ষ ফ্রিলান্সার হবো। শেয়ার করবো।
প্রথম ১০০ দিন শুধু শিখবো দক্ষ ফ্রিলান্সার হবো। গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালের-১২তম পর্বে সবাইকে স্বাগতম, আশা করি গত পর্বের টিউটোরিয়াল গুলো বুঝতে পেরেছেন । কোন অংশে বুঝতে না পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। চলুন শুরু করি ১০০ দিনের আজকের পর্ব – ১২
নির্দিষ্ট রং বদল
ফটোগ্রাফে অনেক সময়ই একই রং কে বিভিন্ন রং এ পরিবর্তন করতে হয়। একটা ছবিতে অনেক সময় কিছু ঠিক রেখে নির্দিষ্ট অংশের রং এর পরিবর্তন করতে হয়। যেমন নিচের ছবি দেখলে বুঝতে পারবেন।
- যে রংটি পরিবর্তন করা হবে সেই রংটি কোথাও কোখায় রয়েছে একবার দেখে রং পাল্টানোর জন্য সে অংশটুকু মোটামুটিভাবে সিলেক্ট করে নিন।
- মেনু থেকে কমান্ড দিন, Image – Adjustments – Replace Color
- ইমেজের যে যায়গার রং পাল্টাতে চান সেখানে মাউস পয়েন্টার আনুন। মাউস পয়েন্টারকে কালার পিকার হিসেবে দেখা যাবে।
- ক্লিক করে রং সিলেক্ট করুন। Replace Color ডায়ালগ বক্সে সিলেক্ট করা রং এর অংশটুকু সাদা হিসেবে দেখা যাবে।
- প্রয়োজনে Fuzziness পরিবর্তন করে সিলেকশন কম-বেশি করুন।
- ডায়ালগ বক্সের নিচের অংশ থেকে Hue, Saturation, Lightnessইত্যাদি পরিবর্তন করে রংকে পছন্দসই রংয়ে আনুন।
- Result অংশে ক্লিক করে নির্দিস্ট রং সিলেক্ট করে দিতে পারেন।
- বাটনে ক্লিক করলেই পরিবর্তিত রং পাবেন।
আজ এই পর্যন্ত শেষ করলাম, কিন্তু একেবারেই শেষ করছি না আসছি আগামী পর্বে আবারো নতুন গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত ভাল থাকবেন সবাই।
পূর্বের টিউটোরিয়াল পড়তে ক্লিক করুন :
- গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-০১
- গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-০২
- গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-০৩
- গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-০৪
- গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-০৫
- গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-০৬
- গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-০৭
- গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-০৮
- গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-০৯
- গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-১০
- গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-১১