বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার ২০২০ ( সৈনিক টেকনিক্যাল, ২৪ তম ডিএসএসসি )

বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার ২০২০ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সামরিক বাহিনীর একটি  গুরুত্বপূর্ণ  শাখা। বাংলাদেশ সেনাবাহিনী চাকরি মানেই গৌরব ও সম্মানের জীবন। বাংলাদেশ সেনাবাহিনীর  সদর সপ্তর ঢাকা সেনা নিবাসে অবস্থিত।

বাংলাদেশ সেনাবাহিনী যে সকল সার্কুলার প্রকাশ করে তা হলোঃ    বি এম এ স্পেশাল কোর্স, ডিএসএসসি বা আরভিএন্ডএফসি, ডিএসএসসি  ( স্পেশাল পারপাস ) এএমসি, ডিএসএসসি( এ এম সি ) পুরুষ ও মহিলা, সেনাবাহিনীর সৈনিক পদে,আর্মি মেডিক্যাল কোরে, ডিএসএসসি ,এএফএনএস,স্বল্প মেয়াদি কমিশন- আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস,এম ও ডি সি সৈনিক পদ, বি এম এ দীর্ঘমেয়াদী কোর্স, আর্মি মেডিকেল কোর/আর্মি ডেন্টাল কোরে ক্যাপ্টেন, এ এম সি  ও ৬৪ তম এডিসি, সেনা শিক্ষা কোরে  জুনিয়র কমিশন্ড অফিসার, এম ও ডি সি নিয়োগ। পদসমূহ ও পদমর্যাদাঃ ১.১ কমিশন্ড অফিসার (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার)  ১.২ জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) ১.৩ নন-কমিশন্ড অফিসার (এনসিও) এবং ১.৪ সাধারণ সৈনিক

বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি এখান থেকে দেখুন

বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার ২০২০

সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ 2020

অনলাইনে আবেদন শুরু- ১০ জানুয়ারি ২০২০ ও আবেদন শেষ ২৫ জানুয়ারি ২০২০ 

২৪ তম ডিএসএসসি  ( স্পেশাল পারপাস ) এএমসি 

Source: BDPratidin, 03 January 2020

Application Deadline: 01February 2020

৮৫ তম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্স   

Source: BDPratidin, 27 December 2020

Application Deadline: 08 February 2020

ডিসেম্বর ২০১৯ এর সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ 

Source: Bangladesh Pratidin, 29 November 2020

Application Deadline: 31 December 2020

Interview Date: 26 January-30 July 2020


You may also like...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.