২০১৯ সালে ব্যাংকসমূহের পরিচালন মুনাফা
২০১৯ সালে ব্যাংকসমূহের পরিচালন মুনাফা |সেরা ইসলামী ব্যাংক
বরাবরের মত এবারোও বিদায়ী বছর ২০১৯ এ ব্যাংকিং খাতের পরিচালন মুনাফায় সরকারি-বেসরকারি ব্যাংক সমূহের পরিচালন মুনাফা বৃদ্ধি পেয়েছে। এবারের মুনাফায় শীর্ষে রয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
সর্বশেষপ্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৯ সাল শেষে ব্যাংকগুলোর মুনাফা নিম্নের টেবিলে (টাকা কোটিতে) তুলে ধরা হলোঃ
ক্রমিক নং | ব্যাংকের নাম | ২০১৯ | ২০১৮ |
১ | ইসলামী ব্যাংক | ২৮৮০ | ২৭৭০ |
২ | ন্যাশনাল ব্যাংক | ৯৪৮ | ১২৩০ |
৩ | সোনালী ব্যাংক | – | ২০৫৮ |
৪ | জনতা ব্যাংক | – | ১০০০ |
৫ | অগ্রণী ব্যাংক | ১১০০ | ৯০০ |
৬ | পূবালী ব্যাংক | ১০৫০ | ১০২৫ |
৭ | সাইথইস্ট ব্যাংক | ১০৫০ | ১০১২ |
৮ | আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক | ৮০১ | ৭২১ |
৯ | ইস্টার্ন ব্যাংক | ৯০০ | ৭৮০ |
১০ | ডাচ্–বাংলা ব্যাংক | – | ৯২২ |
১১ | মার্কেন্টাইল ব্যাংক | ৭৫৩ | ৬৭৩ |
১২ | এক্সিম ব্যাংক | ৭৮০ | ৭৫০ |
১৩ | ব্যাংক এশিয়া | ৯৪০ | ৮১১ |
১৪ | দ্য সিটি ব্যাংক | ৮২০ | ৬৮১ |
১৫ | সোশ্যাল ইসলামী ব্যাংক | ৬৮২ | ৬৬৭ |
১৬ | ট্রাস্ট ব্যাংক | – | ৬৬০ |
১৭ | ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক | – | – |
১৮ | ওয়ান ব্যাংক | – | ৫৬০ |
১৯ | এনসিসি ব্যাংক | ৭৫০ | ৬৫৫ |
২০ | রূপালী ব্যাংক | – | ৩৫০ |
২১ | আইএফআইসি ব্যাংক | ৬৭৫ | ৪১০ |
২২ | যমুনা ব্যাংক | ৭৩০ | ৬২০ |
২৩ | ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক | ৫৯১ | ৫২৫ |
২৪ | প্রিমিয়ার ব্যাংক | – | ৬১০ |
২৫ | মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক | – | ৫১৫ |
২৬ | শাহজালাল ইসলামী ব্যাংক | ৬৫৩ | ৫০০ |
২৭ | স্ট্যান্ডার্ড ব্যাংক | – | ৩৮০ |
২৮ | ইউনিয়ন ব্যাংক | ২৭৫ | ২৫১ |
২৯ | এনআরবি কমার্শিয়াল ব্যাংক | ২৬২ | ২০৩ |
৩০ | সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক | ২২৮ | ২০৫ |
৩১ | এনআরবি ব্যাংক | ৯৩ | ৯১ |
৩২ | মধুমতি ব্যাংক | ২১৮ | ২০০ |
৩৩ | মিডল্যান্ড ব্যাংক | – | ১২৫ |
৩৪ | মেঘনা ব্যাংক | ১২৪ | ৯৩ |
৩৫ | বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক | – | ১১৬ |
৩৬ | বেসিক ব্যাংক | – | লস ১০০ |
৩৭ | ফারমার্স ব্যাংক | – | লস |
৩৮ | ঢাকা ব্যাংক | – | ৬৫০ |
৩৯ | এনআরবি গ্লোবাল ব্যাংক | ১৩৪ | ১১০ |