জীবন বদলে দেওয়া ৪০টি উপদেশ
by
রিজওয়ান সিদ্দিকী তামিম
·
Published জুন 24, 2018
· Updated এপ্রিল 1, 2019
তিন সময়ে ঘুমানো থেকে বিরত থাকুনঃ
ক ) ফজরের_পর_থেকে_সূর্যোদয় পর্যন্ত,
খ ) আছর_থেকে_মাগরিব এবং
গ ) মাগরিব_থেকে_ এশা পর্যন্ত।
দুর্গন্ধময় লোকের সাথে বসবেন না। যাদের মুখ থেকে সিগারেট কিংবা কাঁচা পেয়াজের গন্ধ আসে এমন লোকের সাথে।
এমন লোকের কাছে ঘুমাবেন না যারা ঘুমানোর পূর্বে মন্দ_কথা_বলে ।
বাম_হাতে_খাওয়া এবং পান_করা থেকে বির থাকুন।
দাঁতে_আটকে থাকা খাবার বের করে খাওয়া পরিহার করুন।
হাতে-পায়ের আঙ্গুল ফোটানো পরিহার করুন।
জুতা পরিধানের পূর্বে দেখে নিন।
নামাজে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাবেন না।
টয়লেটে থুথু ফেলবেন না।
কয়লা দিয়ে দাঁত মাঝবেন না।
প্যান্ট বা ট্রাউজার পা পায়জামা বসে ডান পা আগে পরিধান করুন।
ফুঁক দিয়ে খাবার_ঠাণ্ডা করবেন না।প্রয়োজনে বাতাস করতে পারেন।
দাঁত দিয়ে শক্ত কিছু ভাঙতে যাবেন না।
ইকামাহ এবং নামাজের মধ্যবর্তী সময়ে কথা বলবেন না ।
টয়লেটে থাকা অবস্থায় কথা বলবেন না।
বন্ধুদের সম্পর্কে গল্প করবেন না। ভালো কিছুও নয়। ভালো বলতে বলতে মুখ দিয়ে শয়তান খারাপ কিছু বের করে দেবে!
বন্ধুদের জন্য প্রতিকুলতা সৃষ্টি করবেন না।
চলার সময় বারবার পেছনে ফিরে তাকাবেন না ।
হাঁটার সময় দম্ভভরে মাটিতে পা ঠুকবেন_না ।
বন্ধুদের সন্দেহ করবেন না।
কখনো মিথ্যা_বলবেন_না । ঠাট্টা করেও নয়।
নাকের কাছে নিয়ে খাবারের_গন্ধ_শু ঁকবেন_না ।
স্পষ্ট_করে_কথা_বলুন যাতে লোকজন সহজে বুঝতে পারে।
একা_ভ্রমণ_করবেন_না । দুইয়ের অধিক বা সম্ভব হলে দলবেঁধে ভ্রমণ করুন।
একা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন না, বুদ্ধিসম্পন্ন কারো সাথে পরামর্শ করুন। তবে সিদ্ধান্ত হবে আপনার!
নিজেকে নিয়ে কখনো গর্ব করবেন না।
খাবার নিয়ে কখনো মন খারাপ করবেন না। যা পেয়েছেন তাতেই আল্লাহ্ পাকের শুকরিয়া আদায় করুন।
অহংকার করবেন না। অহংকার একমাত্র আল্লাহ্ পাকের সাজে।
ভিক্ষুকদের_পরিহাস_করবেন_না ।
মেহমানদের মন থেকে যথাসাধ্য ভালো মতো আপ্যায়ন_করুন ।
ভালো কিছুতে সহযোগিতা করুন।
দারিদ্র্যের সময়ও ধৈর্যধারণ করুন।
নিজের ভুল নিয়ে ভাবুন এবং অনুসূচনা করুন।
যারা আপনার প্রতি খারাপ কিছু করে, তাদের সাথেও ভালো আচরণ করুন।
যা কিছু আছে তা নিয়েই সন্তুষ্ট_থাকুন। আলহামদুলিল্লাহ্ আল্লাহ্ যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করুন।
বেশি_ঘুমাবেন_না , এতে স্মৃতিশক্তি লোপ পাবে।
নিজের ভুলের জন্য দিনে অন্তত ১০০ বার আল্লাহ্ পাকের কাছে অনুতপ্ত_হোন ।আস্তাগফিরুল্লাহ পড়ুন!
অন্ধকারে কিছু খাবেন না।
মুখ_ভর্তি_করে খাবেন না। বাচ্চাদেরকেও মুখ ভর্তি করে খেতে দিবেন না।
Related