জীবন ঘুড়ি
~ জীবন ঘুড়ি
~ মি. পিয়াস
আনমনে পাখা মেলে কোন সুদূরে,
নাটাই ছিঁড়ে সে ঘুড়ি চলছে উড়ে,
ঘুড়ি তোর নাম কি, কান ছেঁড়া দাম কি..?
যাস কোথা একা একা অচিনপুরে,
আমি বাবা ছুটছিনা এই দুপুরে…..!
ঘুড়ি কার অবেলায় ছুড়িল হেথায়,
বুকে তার কাঁপুনি পরম ব্যথায়,
ঘুড়ি তুই যাবি কই, খাবি কিছু দেব খই..?
শোনেনা ঘুড়ি যে কথা চলে শান-শান,
নাম ধাম কয়না সে নেই পিছুটান…!
ঘুড়ি যেন ঠিকঠাক সফেদ সাদা,
লেজ সহ ডানা তার পৃষ্ঠে বাঁধা,
ঘুড়ি তুই সাদা কেন, নির্মল পবিত্র যেন..?
দেখে যেন মনে হয় মাসুম নাটাই,
অবেলায় ছোটে ঘুড়ি ফেলে নিরালায়…!
কতনা যতনে ঘুরি বাধা ছিল বুকে,
নাটাই বুঝিছে ব্যথা মরণ ধুঁকে ধুঁকে,
ঘুড়ি তোর নানা মত, আঁকাবাঁকা গোলি পথ,
কেমনে বুঝিব কবে ছিঁড়িবে সুতা,
খোদার দোহাই লাগে ওহে বলে যা..!
ঘুড়ি বড় ডানপিটে কথাই শোনেনা,
নবাব হোকনা নাটা হেয় পরওয়ানা,
উগ্র সে সেরকশ, মানেনা জাদুতে বশ,
সময় থাকিতে ওহে শুদ্রও সবে,
নাটাই ফেলিয়া ভবে ঘুড়ি ছুটিবে…!
Md Ariful Islam Pias