আমার পরিচয়
আমার পরিচয়
পিয়াস
এই পৃথিবীর হাজার রঙ, দেখলাম তো ঘেঁটে,
আমি… হলাম না হয় একটু মেটে।
আকার বিকার সর্বাকারে, দেখলাম চোখ রেখে,
আমি….. হলাম না হয় একটু বেঁটে।
বিশ্বায়নের রঙমহলে, দেখলাম হাজার সভ্য,
আমি…. হলাম না হয় জাতে অসভ্য।
বাঙালী বলে ভাউ দেয়না,
মেটো বলে চাও দেয়না,
না দিক ওরা সময় সুযোগ, না হোক কোলাহল,
চাতক চেয়ে দেখবে যেদিন ফোটাবো উৎপল।
লড়ছি, গড়ছি শিখছি খানিক, হবে একদিন জয়,
বিশ্ব নিখিল জানবে সেদিন আমার পরিচয়।