গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-১০। প্রথম ১০০ দিন শিখবো দক্ষ ফ্রিলান্সার হবো। শেয়ার করবো।
প্রথম ১০০ দিন শুধু শিখবো দক্ষ ফ্রিলান্সার হবো। গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালের-১০ম পর্বে সবাইকে স্বাগতম , আশা করি গত পর্বের টিউটোরিয়াল গুলো বুঝতে পেরেছেন । কোন অংশে বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে মাধ্যমে আমাদের জানাবেন। চলুন শুরু করি ১০০ দিনের আজকের পর্ব – ১০
লাইটিং ইফেক্ট
ছবিতে ষ্টেজের মত লাল-নিল রঙের লাইট দেখাতে চান। সত্যিকারের রঙিন আলো ব্যবহার করে ছবি উঠানো নিশ্চয়ই সকলের পক্ষে সম্ভব না, কিন্তু যে কোন আলোয় ছবি উঠিয়ে তাকে ফটোশপে এনে রঙিন আলো ব্যবহার করা সম্ভব খুব সহজেই।
ফটোশপ ব্যবহার করে কিভাবে একাজ করবেন জেনে নিন।
- ছবিকে ফটোশপে ওপেন করুন।
- মেনু থেকে কমান্ড দিন Filter –> Render –> Lighting Effects
- Style ডায়ালগ বক্সের অংশ থেকে পছন্দমত ষ্টাইল সিলেক্ট করুন। উদাহরনে আরজিবি (রেড-গ্রিন-ব্লু) লাইট ব্যবহার করা হয়েছে।
- আলোর পরিমান কমবোশি করার জন্য Intensity স্লাইডার ব্যবহার করুন।
- আলোর রং পরিবর্তনের জন্য রঙের ওপর (ছবিতে লাল) ক্লিক করুন এবং পছন্দের রং সিলেক্ট করুন। উদাহরনে নিল রংকে সাদায় পরিনত করা হয়েছে।
- সরাসরি আলো অবস্থান পরিবর্তনের জন্য লাইটের কেন্দ্রের বিন্দু ক্লিক করে ড্রাগ করুন।
- আলোর পরিমান কমবেশি করার জন্য বৃত্তের দুপাশের বিন্দু ব্যবহার করুন।
- আলোকে সরু বা চওড়া করার জন্য বৃত্তের ওপর-নিচের বিন্দু ব্যবহার করুন।
এই Filter ব্যবহার করে শুধুমাত্র যে আকর্ষনীয় আলো যোগ করা যায় তাই না, থ্রিডি মডেলিং সফটঅয়্যারের মত ধাতব বৈশিষ্ট যোগ করা, এক্সপোজার কমবেশি করা এবং টেক্সচার ব্যবহার করা যায়। বিভিন্ন সেটিং নিয়ে নানারকম পরীক্ষা করে দেখুন।
আজ এই পর্যন্ত শেষ করলাম, কিন্তু একেবারেই শেষ করছি না আসছি আগামী পর্বে আবারো নতুন গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত ভাল থাকবেন সবাই।
পূর্বের টিউটোরিয়াল পড়তে ক্লিক করুন :
- গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-০১
- গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-০২
- গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-০৩
- গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-০৪
- গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-০৫
- গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-০৬
- গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-০৭
- গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-০৮
- গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-০৯
2 Responses
[…] গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-১০ […]
[…] গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-১০ […]