টি এম এস এস নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
টি এম এস এস ১৯৬৪ সালে সমাজ কল্যাণ বিভাগের অনুমোদন নিয়ে বগুড়ার জেলা সদর উপজেলার থঙ্গামারা নামে একটি গ্রামে আদি শিরোনাম ‘থিংঙ্গাম সারাজ সংঘ’ (টিএসএস) দিয়ে শুরু হয়েছিল। বর্তমানে প্রায়ও টি এম এস এস নিয়োগ ২০২০ প্রকাশ হয়ে থাকে। টি এম এস এস ইতিহাস বলে মুক্তিযুদ্ধের সময় টি এম এস এসের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ১৯৮০ সালে টিএসএস কর্তৃপক্ষ তাদের সংগঠনটি পরিচালনা করার অক্ষমতা ও অক্ষমতা প্রকাশ করে এবং প্রফেসর ড.হোসেন আরা বেগকে আইনীভাবে এবং সম্পূর্ণ কর্তৃপক্ষের কাছে এটি পরিচালনা করার সিদ্ধান্ত নেয়। প্রফেসর । সংশোধন হিসাবে টিএসএসকে সংস্কার করে টি এম এস এস করেন যা নারী উন্নয়নের লক্ষ্যে বাংলা মহিলা শব্দ “মহিলা” অন্তর্ভুক্ত করে এবং বোর্ডের বেশিরভাগ সদস্যের সিদ্ধান্তের দ্বারা এটি অনুমোদন পায়।
আবেদন প্রক্রিয়া সহ টি এম এস এস নতুন নিয়োগ ২০২০ এর বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলোঃ
বেতন | ১১,৬৬৬০/- থেকে ১৩,৩৫০/- পর্যন্ত |
পদ সংখ্যা | বিভিন্ন ধরনের পদে |
যোগ্যতা | ডিপ্লোমা / স্নাতক / স্নাতকোত্তর / |
আবেদনের সময়সীমাঃ | ৩০ জানুয়ারি ২০২০ |
এছাড়া নিচ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারেনঃ
টি এম এস এস নিয়োগ ২০২০
Source: Karotoa, 14 January 2020
Application Deadline: 30 January 2020