ভুবনমোহিনী বাংলাদেশ
ভুবনমোহিনী বাংলাদেশ
_ পিয়াস
রূপালী হরফে লিখিলাম সখী
ভুবনমোহিনী প্রেমবতী তোর নাম,
বুকের ঈষৎ লাল কলিজায়
ক্ষুদ্রাক্ষরে স্বরবিন্দু তোকেই রচিলাম।
আর্য থেকে ইংরেজ কিবা আধুনিকতার ছোঁয়ায়,
পাক- কিবা ভারতীয় প্রবীণ লিলাখেলায়,
তোর গৌরব সর্বজয়ী সকল সভ্যতায়।
তাইতো আমার প্রথম প্রেমের গল্প তোকে নিয়ে,
কাব্যমালায় বর্ণ সাগর তোর রূপগীতিতে,
অনুভূতির সবটা চাদর মোড়ানো তোর স্পর্শে।
মাথার মুকুট কিংবা চিবুক তোর তরেই সঁপিলাম,
ওরে আমার ভুবনমোহিনী প্রেমবতী তোকে
হাজার সেলাম।