মন বাচাল
মন বাচাল
মি. পিয়াস
নিয়তি বলেছে অভাগা মোরে,
সাধ্যি আছি কি খুঁজিব তারে,
দূর কর যত ঢঙ যাতনা,
ভুলে যা তুই শত বাসনা,
ওরে চুপ থাক তুই মন বাচাল,
ভাঙ.. ভাঙরে মায়ার জাল।
ডুকরে মরা পাখি আমি,
ডানায় ভুলেছি ছন্দ,
হেথায় সেথায় ঘুরে ফিরি আর,
জোটে কিছু গাল মন্দ,
ওরে চুপ থাক তুই মন বাচাল,
এবার ভাঙরে মায়ার জাল।
ভুল ছিল কিছু আবেগ কেনা,
বেচতে দিলনা নিয়তির সেনা,
অভাগা হয়ে অরন্যে রোদন,
নিষ্ফল আজি শত ক্রন্দন,
যারে চুপ যা ওরে মন বাচাল,
আর শুনবনা তোর শয়তানি চাল।
হ্যাঁ হ্যাঁ.. যা হার আমি আজি মেনেছি,
জিতেছিস তুই নির্মম নিয়তি,
মন পুড়িয়ে উড়ো ধোয়া তোর ভাল্লাগে জানি,
তাই কেড়ে নিলি জীবনের সেরা স্বপ্ন দামি,
ওরে থামরে এবার বকবকানি মন বাচাল,
নইলে এবার নাকে দড়ি দিয়ে করব নাকাল।
হিয়া যায় জ্বলে অতলে অতলে,
দেখায় কারে বোঝে কোন জনে,
প্রেয়সীর কাছে কি দিব জবাব,
মারিল জালিম নিয়তি নবাব,
ভালবাসা আজ লুটিয়ে মাটিতে,
ডুকরে মরে ছটফটিয়ে,
ওরে দোয়া কর সোনা মন বাচাল,
প্রেয়সীর যেন সুখে কাটে দিনকাল।।