এইচটিএমএল পরিচিতি (HTML Introduction)
একনজরে এইচটিএমএল ভার্সনসমূহ
ভার্সন | সন |
---|---|
এইচটিএমএল | ১৯৯১ |
এইচটিএমএল(২.০) | ১৯৯৫ |
এইচটিএমএল(৩.২) | ১৯৯৭ |
এইচটিএমএল(৪.০১) | ১৯৯৯ |
এক্সএইচটিএমএল | ২০০০ |
এইচটিএমএল(৫) | ২০১৪ |
এইচটিএমএল কি?
ওয়েব ডকুমেন্টকে বর্ণনা করার জন্য এইচটিএমএল হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ।
- HTML এর পূর্নরূপঃ Hyper Text Markup Language।
- মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে একগুচ্ছ মার্কআপ ট্যাগকে বুঝায়।
- এইচটিএমএল ট্যাগ দিয়ে এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করা হয়।
এইচটিএমএল পেজের গঠন
নিচে একটি এইচটিএমএল পেজের গঠন দেখানো হলোঃ
<html>
<head>
<title>পেজ টাইটেল</title>
</head>
<body>
</html>
<h3>ডকুমেন্ট হেডিং</h3>
<p>এইচটিএমএল প্যারাগ্রাফ।</p>
<img src="URL" alt="Some_text" style="width:100px; height:1000px;">
</body>
শুধুমাত্র <body>
সেকশনের কন্টেন্ট ব্রাউজারে প্রদর্শিত হয়।
একেবারেই সাধারণ একটি এইচটিএমএল ডকুমেন্ট
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>পেজ টাইটেল</title>
</head>
<body>
<h3>স্যাট একাডেমী</h3>
<img src="../images/satt.png" alt="SATT Academy" height="142" width="142">
</body>
</html>
ফলাফল
উপরের উদাহরণের বিস্তারিত বর্ণনাঃ
- ডকুমেন্টের টাইপ সেট করতে
<!DOCTYPE html>
ডিক্লেয়ার করা হয়। এটি এইচটিএমএল এর সর্বশেষ ভার্সন HTML5 কে নির্দেশ করে। <html>
এবং</html>
ট্যাগের মাঝের কন্টেন্টগুলো এইচটিএমএল ডকুমেন্টকে বর্ণনা করে।<head>
এবং</head>
ট্যাগের মাঝের কন্টেন্টগুলো এইচটিএমএল ডকুমেন্টের জন্য অতিরিক্ত তথ্য সরবরাহ করে।<title>
এবং</title>
ট্যাগের মাঝের টেক্সট ডকুমেন্টের টাইটেল/নাম সেট করে।<body>
এবং</body>
ট্যাগের মাঝের কন্টেন্টগুলো ওয়েব পেজে প্রদর্শিত হয়।<h3>
এবং</h3>
ট্যাগ ডকুমেন্টের একটি হেডিং/শিরোনাম তৈরি করে। হেডিং ট্যাগ কন্টেন্ট এর গুরুত্ব আরোপ করে।<img>
ট্যাগ এর মাধ্যমে ব্রাউজারে বিভিন্ন টাইপের ইমেজ/চিত্র প্রদর্শিত হয়।
এইচটিএমএল ট্যাগ
- এইচটিএমএল ট্যাগ সচরাচর জোড়ায়-জোড়ায় থাকে। যেমন
<p>
এবং</p>
। - জোড়ার প্রথম ট্যাগকে ওপেনিং ট্যাগ এবং দ্বিতীয় ট্যাগকে ক্লোজিং ট্যাগ বলা হয়।
- ক্লোজিং ট্যাগকে ওপেনিং ট্যাগের মতই লেখা হয়, ক্লোজিং ট্যাগের ক্ষেত্রে ট্যাগের নামের আগে শুধুমাত্র একটি ফরওয়ার্ড স্ল্যাশ(/) দিতে হয়।
<!DOCTYPE> ডিক্লেয়ারেশন
<!DOCTYPE>
ডিক্লেয়ারেশন ডকুমেন্টের টাইপ সেট করে এবং একটি ওয়েব পেজকে সঠিকভাবে ব্রাউজারে দেখাতে সাহায্য করে।- যেকোনো ওয়েব ডকুমেন্টের এটাই প্রথম ট্যাগ অর্থাৎ সকল এইচটিএমএল ট্যাগের পূর্বে এই ট্যাগটি শুধুমাত্র একবারই লিখতে হয়।
- বিভিন্ন ধরনের ডকুমেন্ট টাইপ ও ভার্সন রয়েছে। তাই ওয়েব পেজকে সঠিকভাবে দেখানোর জন্য ব্রাউজারকে টাইপ ও ভার্সন দুটিই জানাতে হয়।
- DOCTYPE ডিক্লেয়ারেশন কেস-সেন্সিটিভ নয়। এতে ছোট এবং বড় উভয় ধরনের অক্ষরই গ্রহনযোগ্য।
<!DOCTYPE html>
<!doctype HTML>
এইচটিএমএলের বিভিন্ন ভার্সনে <!DOCTYPE>
ডিক্লেয়ারেশনঃ
এইচটিএমএল(৫)
<!DOCTYPE html>
এইচটিএমএল(৪.০১)
<!DOCTYPE HTML PUBLIC
"-//W3C//DTD HTML 4.01 Transitional//EN" "http://www.w3.org/TR/html4/loose.dtd">
এক্সএইচটিএমএল(১.০)
<!DOCTYPE html PUBLIC "-//W3C//DTD XHTML 1.0 Transitional//EN" "http://www.w3.org/TR/xhtml1/DTD/xhtml1-transitional.dtd">
অধ্যায়ের সারাংশ
- এইচটিএমএলের সকল ভার্সন সম্পর্কে জেনেছি
- এইচটিএমএল পেজের গঠনপ্রণালী সম্পর্কে জেনেছি
- এইচটিএমএলের বিভিন্ন ভার্সনে
<!DOCTYPE>
ডিক্লেয়ারেশনের ভিন্নতা সম্পর্কে জেনেছি