px কে em এ কনভার্ট
নিচের টুল গুলো ব্যবহার করে পিক্সেল থেকে em সাইজে কনভার্ট করা যাবে ।
Pixels থেকে em এ কনভার্টার
- বডির জন্য একটি ডিফল্ট পিক্সেল সাইজ সেট করি (সাধারণত 16px)
- ডিফল্ট পিক্সেল সাইজের উপর ভিত্তি করে, পিক্সেলের মান কে em এর মানে কনভার্ট করি
- অথবা ডিফল্ট পিক্সেল সাইজের উপর ভিত্তি করে em এর মান কে পিক্সেলের মানে কনভার্ট করি
বডির ডিফল্ট পিক্সেল সাইজঃ
pxpx কে em এ কনভার্টঃ
px
em কে px এ কনভার্টঃ
em
ফলাফলঃ
বডি ফন্ট সাইজ
পিক্সেল থেকে em এবং পার্সেন্টে কনভার্ট করার জন্য নিচের টেবিল থেকে একটি বডি ফন্ট সাইজ কে সিলেক্ট করুন।
টিপঃ সাধারণত ডিফল্ট ফন্ট সাইজ 16px হয় ।
পিক্সেল, em এবং পার্সেন্টের মধ্যে পার্থক্য
পিক্সেল হচ্ছে স্টাটিক পরিমাপক, পার্সেন্ট এবং em হচ্ছে রিলেটিভ পরিমাপক।
em এবং পার্সেন্টের সাইজ এদের পেরেন্টের উপর নির্ভর করে।
যদি বডির টেক্সট সাইজ 16px হয় তবে 150% অথবা 1.5em হবে 24 পিক্সেল(1.5*16)।
পরিমাপক সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের সিএসএস ইউনিট পেজটি দেখুন।