এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট (HTML Javascript)
এইচটিএমএল স্ক্রিপ্ট ট্যাগ
ট্যাগ | বর্ণনা |
---|---|
<script> | ক্লায়েন্ট সাইড script সেট করে |
<noscript> | যে ব্রাউজারগুলো ক্লায়েন্ট-সাইড script সাপোর্ট করে না তাদের জন্য বিকল্প কন্টেন্ট নির্ধারণ করে |
<script> ট্যাগ
ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট নির্ধারণ করার জন্য <script>
ট্যাগ ব্যবহার করা হয়।
<script>
এলিমেন্টটিতে জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট রাখা যায় অথবা src
এট্রিবিউটের মাধ্যমে এক্সটার্নাল ফাইল থেকেও জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করতে পারি।
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>এইচটিএমএল উদাহরণ</title>
</head>
<body>
<p id="test"></p>
<script>
document.getElementById("test").innerHTML = "স্যাট একাডেমী !";
</script>
</body>
</html>
ফলাফল
<noscript> ট্যাগ
যদি ব্রাউজারে স্ক্রিপ্ট সাপোর্ট না করে অথবা স্ক্রিপ্ট অকেজো করে রাখা হলে, <noscript>
ট্যাগের মধ্যে রাখা কন্টেন্ট প্রদর্শিত হয়ঃ
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>এইচটিএমএল উদাহরণ</title>
</head>
<body>
<p id="test"></p>
<script>
document.getElementById("test").innerHTML = "স্যাট একাডেমী !";
</script>
<p>যে ব্রাউজার জাভাস্ক্রিপ্ট সমর্থন করে না সেখানে noscript এর মধ্যে লেখা টেক্সটগুলো দেখাবে।</p>
<noscript>দুঃখিত, আপনার ব্রাউজার জাভাস্ক্রিপ্ট সমর্থন করে না!</noscript>
</body>
</html>
ফলাফল
অধ্যায়ের সারাংশ
<script>
এলিমেন্টের মাধ্যমে ডকুমেন্টের জাভাস্ক্রিপ্ট ডিফাইন করা হয়<noscript>
এলিমেন্টের মাধ্যমে যেসকল ব্রাউজারে জাভস্ক্রিপ্ট সাপোর্ট করে না তাদের জন্য কন্টেন্ট ডিফাইন করা হয়