এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
×

এইচটিএমএল টিউটোরিয়াল

এইচটিএমএল হোম পেজ এইচটিএমএল পরিচিতি এবং গঠন এইচটিএমএল কোড এটিটর এইচটিএমএলের মৌলিক ধারণা এইচটিএমএল এলিমেন্ট এইচটিএমএল emty এলিমেন্ট এইচটিএমএল এট্রিবিউট এইচটিএমএল class এট্রিবিউট এইচটিএমএল style এট্রিবিউট এইচটিএমএল কমেন্ট এইচটিএমএল হেডিং এইচটিএমএল প্যারাগ্রাফ এইচটিএমএল টেক্সট ফরম্যাট এইচটিএমএল টেক্সট কোটেশন এইচটিএমএল কম্পিউটারকোড এইচটিএমএল টেবিল এইচটিএমএল লিস্ট এইচটিএমএল কালার এইচটিএমএল সিএসএস এইচটিএমএল লিংক এইচটিএমএল ইমেজ এইচটিএমএল ব্লক-ইনলাইন এলিমেন্ট এইচটিএমএল হেড এইচটিএমএল লেআউট এইচটিএমএল আইফ্রেম এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল রেস্পন্সিভ এইচটিএমএল এনটিটি এইচটিএমএল অক্ষরসেট এইচটিএমএল সিম্বল এইচটিএমএল URL এনকোড এইচটিএমএল-XHTML px - em কনভার্শন

এইচটিএমএল ফর্ম

এইচটিএমএল ফর্ম এইচটিএমএল ফর্ম এলিমেন্ট এইচটিএমএল ইনপুট টাইপ এইচটিএমএল(৫) ইনপুট টাইপ এইচটিএমএল ইনপুট এট্রিবিউট

এইচটিএমএল৫

এইচটিএমএল৫ পরিচিতি ব্রাউজার সাপোর্ট এইচটিএমএল৫ এলিমেন্ট এইচটিএমএল৫ সিম্যান্টিক এলিমেন্ট এইচটিএমএল৫ মাইগ্রেশন এইচটিএমএল৫ স্টাইল গাইড

এইচটিএমএল মিডিয়া

মিডিয়া-Media ভিডিও-Video অডিও-Audio প্লাগ-ইন-PlugIn ইউটিউব-Youtube

এইচটিএমএল এপিআই

জিওলোকেশন-Geolocation ড্রাগ/ড্রপ-Drag/Drop লোকাল স্টোরেজ-LocalStorage অ্যাপ ক্যাশ-AppCache ওয়েব ওয়ার্কার-WebWorker এসএসই-SSE

এইচটিএমএল রেফারেন্স

রেফারেন্স- reference

 

এইচটিএমএল(৫) ব্রাউজার সাপোর্ট-HTML5 Browser Support


ব্রাউজার সাপোর্ট

এইচটিএমএল(৫) সকল আধুনিক ব্রাউজারে সাপোর্ট করে। তাছাড়া, সকল নতুন এবং পুরাতন ব্রাউজার অপরিচিত এলিমেন্টকে ইনলাইন এলিমেন্ট হিসেবে বিবেচনা করে।

এই কারণে পুরাতন ব্রাউজারগুলোতে অপরিচিত এইচটিএমএল এলিমেন্ট সঠিকভাবে কাজ করানো শিখতে হবে।


এইচটিএমএল(৫) এলিমেন্টকে ব্লক-লেভেল এলিমেন্ট সেট করা

এইচটিএমএল(৫) ৮টি নতুন সিমেন্টিক(semantic) এইচটিএমএল এলিমেন্ট ডিফাইন করা হয়েছে। এরা সবাই ব্লক-লেভেল এলিমেন্ট।

এই এলিমেন্ট সমূহকে পুরাতন ব্রাউজারে সঠিকভাবে কাজ করানোর জন্য, আপনার সিএসএস display প্রোপার্টিকে block সেট করতে হবেঃ

উদাহরণ

header, section, footer, aside, nav, main, article, figure {   
    display: block;
}

ইন্টারনেট এক্সপ্লোরারের(IE8) সমস্যা

IE8 এবং এর পূর্বের ব্রাউজারগুলোতে অপরিচিত এলিমেন্টগুলোর স্টাইল সাপোর্ট করে না।

সৌভাগ্যক্রমে, Sjoerd Visscher এইচটিএমএল(৫) Shiv! তৈরি করেন।


HTML5Shiv এর সম্পূর্ণ সমাধান

shiv কোডের লিংকটি অবশ্যই <head> এলিমেন্টে লিখতে হবে, কারণ ব্রাউজারকে অবশ্যই অপরিচিত এলিমেন্টকে পড়ার আগেই তার সম্পর্কে জানতে হবে।

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<head>
   
<!--[if lt IE 9]>
  <script src="https://cdnjs.cloudflare.com/ajax/libs/HTML5shiv/3.7.3/HTML5shiv.js"></script>  <![endif]--> </head> <body> <section> <h1>বিখ্যাত নদী</h1> <article> <h2>আমেরিকার মিসিসিপি:</h2> <p>উত্তর আমেরিকার ড্রেনেজ সিস্টেম ব্যবস্থাপনার প্রধান নদী মিসিসিপি। যুক্তরাষ্ট্রজুড়েই নদীটি প্রবাহিত হয়েছে। </p> </article> <article> <h2>চীনের হোয়াংহো</h2> <p>ইয়েলো নদী বা হোয়াংহো এশিয়ার মধ্যে দ্বিতীয় দীর্ঘতম নদী। আর পৃথিবীর দীর্ঘতম নদীগুলোর মধ্যে এর অবস্থান ষষ্ঠ। </p> </article> <article> <h2>মিসরের নীল নদ</h2> <p>বিশ্বের দীর্ঘতম নদের নাম নীল নদ। যার দৈর্ঘ্য ৬ হাজার ৬৫০ কিলোমিটার। </p> </article> </section> </body> </html>

ফলাফল