এইচটিএমএল Quotation এবং Citation এলিমেন্ট
এক নজরে এইচটিএমএল Quotation এবং Citation এলিমেন্ট
ট্যাগ | বিবরণ |
---|---|
<abbr> | শব্দ সংক্ষেপের জন্য ব্যবহৃত হয়। |
<address> | ডকুমেন্ট অথবা আর্টিকেলের লেখকের তথ্য লেখার জন্য ব্যবহৃত হয়। |
<bdo> | টেক্সট ডিরেকশন পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়। |
<blockquote> | ভিন্ন কোন সোর্স থেকে আনা তথ্যকে উদ্ধৃতি চিহ্নের মাঝে রাখতে ব্যবহৃত হয়। |
<cite> | কোন কাজের টাইটেল দেয়ার জন্য ব্যবহৃত হয়। |
<q> | সংক্ষিপ্ত বা আকারে ছোট কোন উদ্ধৃতির জন্য ব্যবহৃত হয়। |
<abbr> এলিমেন্ট
এইচটিএমএল <abbr>
এলিমেন্ট কোন একটি সংক্ষিপ্ত শব্দ বা ঐ শব্দের বিবরণ ধারন করে।
শব্দ সংক্ষেপ(abbreviation) ব্রাউজার, সার্চ-ইঞ্জিন ও অনুবাদকারী সফটওয়্যারকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>এইচটিএমএল abbr এলিমেন্ট</title>
</head>
<body>
<p><abbr title="রাজধানী উন্নয়ন কতৃপক্ষ">রাজউক</abbr> ৩০ এপ্রিল, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে।</p>
</body>
</html>
ফলাফল
<address> এলিমেন্ট
এইচটিএমএল <address>
এলিমেন্টের মাধ্যমে কোন একটি ডকুমেন্ট অথবা আর্টিকেলের লেখকের তথ্য লেখার জন্য ব্যবহার করা হয়।
<address>
এলিমেন্টটি সাধারণত ইটালিক স্টাইলে দেখানো হয়। বেশিরভাগ ব্রাউজার এই এলিমেন্টের আগে ও পরে একটি করে লাইন ব্রেক নেয়।
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>এইচটিএমএল address এলিমেন্ট</title>
</head>
<body>
<address>
স্যাট একাডেমি<br>
www.sattacademy.com<br>
৬২১১, রাজশাহী<br>
রাজশাহী, বাংলাদেশ।
</address>
</body>
</html>
ফলাফল
<bdo> এলিমেন্ট
টেক্সট ডিরেকশন পরিবর্তন করা জন্য <bdo>
এলিমেন্ট ব্যবহার করা হয়।
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>এইচটিএমএল bdo এলিমেন্ট</title>
</head>
<body>
<bdo dir="rtl">এই টেক্সটগুলো ডান থেকে বাম দিকে হবে।</bdo>
</body>
</html>
ফলাফল
<blockquote> এলিমেন্ট
<blockquote>
এলিমেন্টের মাধ্যমে ভিন্ন কোন সোর্স থেকে আনা তথ্যকে উদ্ধৃতি চিহ্নের মাধ্যমে প্রদর্শন করানো হয়।
ওয়েবপেজে প্রদর্শনের সময় ব্রাউজার <blockquote>
এলিমেন্টকে সাধারণত খাঁজ(indent) আকারে প্রদর্শন করে।
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>এইচটিএমএল blockquote এলিমেন্ট</title>
</head>
<body>
<blockquote cite="https://bn.wikipedia.org/s/924">
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভূ-রাজনৈতিকভাবে বাংলাদেশের পশ্চিম, উত্তর ও পূর্ব সীমান্তে ভারত, দক্ষিণ-পূর্ব সীমান্তে মায়ানমার ও দক্ষিণ উপকূলের দিকে বঙ্গোপসাগর অবস্থিত। বাংলাদেশের ভূখণ্ড ভৌগোলিকভাবে একটি উর্বর ব-দ্বীপের অংশ বিশেষ।
</blockquote>
</body>
</html>
ফলাফল
<cite> এলিমেন্ট
কোন একটি কাজের টাইটেল নির্ধারণ করার জন্য <cite>
এলিমেন্টটি ব্যবহার করা হয়।
ব্রাউজার <cite>
এলিমেন্টকে ইটালিক স্টাইলে দেখায়।
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>এইচটিএমএল cite এলিমেন্ট</title>
</head>
<body>
<cite>ব্রাউজার <strong>cite</strong> এলিমেন্টকে ইটালিক স্টাইলে দেখাবে।</cite>
</body>
</html>
ফলাফল
<q> এলিমেন্ট
এইচটিএমএল <q>
এলিমেন্টের মাধ্যমে সাধারণত ছোট আকারের উদ্ধৃতি দেখানো হয়।
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>এইচটিএমএল q এলিমেন্ট</title>
</head>
<body>
<p>উইকিপিডিয়াঃ <q>বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।</q></p>
</body>
</html>
ফলাফল
অধ্যায়ের সারাংশ
- সংক্ষিপ্ত শব্দের বিবরণ রাখার জন্য এইচটিএমএল
<abbr>
এলিমেন্ট ব্যবহার করা হয়। - ব্যক্তিগত তথ্য প্রদর্শনের জন্য এইচটিএমএল
<address>
এলিমেন্ট ব্যবহার করা হয়। - টেক্সটের ডিরেকশন সেট করার জন্য এইচটিএমএল
<bdo>
এলিমেন্ট ব্যবহার করা হয়। - ভিন্ন সোর্সের তথ্যকে কোটেশনের মধ্যে রাখার জন্য এইচটিএমএল
<blockquote>
এলিমেন্ট ব্যবহার করা হয়। - কোন কাজের টাইটেল সেট করার জন্য এইচটিএমএল
<cite>
এলিমেন্ট ব্যবহার করা হয়। - টেক্সটকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখার জন্য এইচটিএমএল
<q>
এলিমেন্ট ব্যবহার করা হয়।