পিএইচপি echo এবং print স্টেটমেন্ট
আউটপুট নেওয়ার জন্য পিএইচপিতে দুটি মৌলিক পদ্ধতি রয়েছেঃ
পিএইচপির এই টিউটোরিয়ালে আধিকাংশ উদাহরণেই আমরা echo(print) ব্যবহার করেছি। এই দুটি আউটপুট স্টেটমেন্ট সম্মন্ধে নিচে হালকা আলোচনা করা হলো।
পিএইচপি echo এবং print স্টেটমেন্ট
echo
এবং print
স্টেটমেন্ট প্রায় একই রকম। কারণ দুটোকেই ব্যবহার করা হয় ব্রাউজার/কনসোলে আউটপুট নেওয়ার জন্য।
স্টেটমেন্ট দুটির কাজ একই হওয়া সত্ত্বেও সামান্য কিছু পার্থক্য বিদ্যমানঃ echo
এর কোনো রিটার্ন ভ্যালু নাই। কিন্তু print
এর রিটার্ন ভ্যালু হলো 1। সুতরাং print
কে এক্সপ্রেশনেও ব্যবহার করা যায়।
echo
একের অধিক প্যারামিটার(parameter) গ্রহণ করতে পারে কিন্তু print
একটি মাত্র আর্গুমেন্ট গ্রহণ করতে পারে।
echo
তুলনামূলকভাবে print
এর চেয়ে দ্রুত কাজ করে।
পিএইচপি echo স্টেটমেন্ট
echo
স্টেটমেন্টকে বন্ধনীসহ অথবা বন্ধনী ছাড়াও ব্যবহার করা যায়। যেমন- echo অথবা echo()
আমরা নিচের উদাহরণের সাহায্যে দেখবো কিভাবে echo
স্টেটমেন্ট এর মাধ্যমে টেক্সট(text) আউটপুট নেওয়া যায়। আপনি লক্ষ্য করলে দেখবেন যে, টেক্সট এর মধ্যে এইচটিএমএল মার্কআপও রয়েছেঃ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>পিএইচপি উদাহরণ</title>
</head>
<body>
<?php
echo "হ্যালো বাংলাদেশ!";
echo "হ্যালো পিএইচপি!<br>";
// একাধিক প্যারামিটার ব্যবহার করে
echo "স্যাট একাডেমী " , "বাংলাদেশের " , "বৃহত্তম " , "অনলাইন/অফলাইন " , "ফ্রী " , "আইটি " , "একাডেমী।";
?>
</body>
</html>
হ্যালো বাংলাদেশ!
হ্যালো পিএইচপি!
স্যাট একাডেমী বাংলাদেশের বৃহত্তম অনলাইন/অফলাইন ফ্রী আইটি একাডেমী।
নিচের উদাহরণের সাহায্যে দেখবো কিভাবে টেক্সট(text) এবং ভ্যারিয়েবল আউটপুট নেওয়া যায়ঃ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>পিএইচপি উদাহরণ</title>
</head>
<body>
<?php
$textPartOne = "আমরা সবাই ";
$textPartTwo = "আইটি প্রেমী";
echo "$textPartOne $textPartTwo <br>";
echo "আমরা সবাই $textPartTwo";
?>
</body>
</html>
আমরা সবাই আইটি প্রেমী
আমরা সবাই আইটি প্রেমী
পিএইচপি print স্টেটমেন্ট
print
স্টেটমেন্টকে বন্ধনীসহ অথবা বন্ধনী ছাড়াও ব্যবহার করা যায়। যেমন- print অথবা print()
আমরা নিচের উদাহরণের সাহায্যে দেখবো কিভাবে print
স্টেটমেন্ট এর মাধ্যমে টেক্সট(text) আউটপুট নেওয়া যায়। আপনি লক্ষ্য করলে দেখবেন টেক্সট এর মধ্যে এইচটিএমএল মার্কআপও রয়েছেঃ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>পিএইচপি উদাহরণ</title>
</head>
<body>
<?php
print "হ্যালো বাংলাদেশ!";
print "হ্যালো পিএইচপি!<br>";
print "হ্যালো স্যাট একাডেমী!<br>";
?>
</body>
</html>
হ্যালো বাংলাদেশ!
হ্যালো পিএইচপি!
হ্যালো স্যাট একাডেমী!
নিচের উদাহরণের সাহায্যে দেখবো কিভাবে print
স্টেটমেন্ট এর মাধ্যমে টেক্সট(text) এবং ভ্যারিয়েবল আউটপুট নেওয়া যায়ঃ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>পিএইচপি উদাহরণ</title>
</head>
<body>
<?php
$textPartOne = "আমরা সবাই ";
$textPartTwo = "আইটি প্রেমী";
print "$textPartOne $textPartTwo <br>";
print "আমরা সবাই $textPartTwo";
?>
</body>
</html>
আমরা সবাই আইটি প্রেমী
আমরা সবাই আইটি প্রেমী