পিএইচপি Zip File ফাংশন
পিএইচপি Zip পরিচিতি
Zip হলো পিএইচপি এক্সটেশন যার মাধ্যমে আপনি জিপ ফাইল তৈরি করতে, পড়তে এবং পরিবর্তন করতে পারবেন।ইনস্টলেশন
আপনার সার্ভারে Zip ফাংশনসমূহ ঠিকমত কাজ করানোর জন্য আপনাকে অবশ্যই libzip লাইব্রেরী ইনস্টল করতে হবে।
লিনাক্স অপারেটিং সিস্টেমে ইন্সটল
পিএইচপি ৫+ এঃ Zip লাইব্রেরী এবং Zip ফাংশন ডিফল্টভাবে সক্রিয় থাকে না। তাই প্রথমে আপনাকে libzip লাইব্রেরীটি ডাউনলোড করতে হবে।
কনফিগারেশনঃ জিপ সাপোর্ট সংযোজন করতে চাইলে কনফিগারেশন অপশনে --with-zip=DIR
ডিরেক্টরিটি সক্রিয় রাখতে হবে।
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইন্সটল
পিএইচপি ৫.3+ এঃ Zip পিএইচপির বিল্ট-ইন এক্সটেনশন। জিপ ফাংশন ব্যবহার এর পূর্বে আপনাকে অবশ্যই php.ini
সেটিংস ফাইল ওপেন করে php_zip.dll
সক্রিয় করতে হবে।
পরামর্শঃ আপনার সার্ভারে যেকোন পিএইচপি এক্সটেনশন সক্রিয় করার জন্য, পিএইচপি এক্সটনেশন যেই ডিরেক্টরিতে আছে php.ini
ফাইলে ওপেন করে extension_dir
তে সেই ডিরেক্টরিটি উল্লেখ করুন। যেমন- extension_dir = "c:\satt\php\ext"
পিএইচপি Zip ফাংশন
নিম্নে পিএইচপিতে ব্যবহৃত সকল Zip ফাংশন ও এদের বর্ণনা তুলে ধরা হলো। ফাংশন সম্মন্ধে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ফাংশন বাটনে ক্লিক করুন।
ZIP ফাইল আরকাইভ বন্ধ করে।
ZIP ফাইলের একটি এন্ট্রি ডিরেক্টরি বন্ধ করে।
ZIP ফাইলের মধ্যে একটি এন্ট্রির কম্প্রেস সাইজ রিটার্ন করে।
ZIP ফাইলের মধ্যে একটি এন্ট্রির compression মেথড রিটার্ন করে।
ZIP ফাইলের মধ্যে একটি এন্ট্রির প্রকৃত সাইজ রিটার্ন করে।
ZIP ফাইলের মধ্যে একটি এন্ট্রির নাম রিটার্ন করে।
ZIP ফাইল এর মধ্যে পড়ার জন্য একটি এন্ট্রি ওপেন করে।
ZIP ফাইলের মধ্যে একটি চালু এন্ট্রি পড়তে দেয়।
একটি ZIP ফাইল ওপেন করে।
একটি ZIP ফাইলের পরবর্তী এন্ট্রি পড়ে