পিএইচপি MySQL ডেটাবেজ | PHP MySQL Database in Bangla
পিএইচপির মাধ্যমে আপনি ডেটাবেজের সাথ সংযোগ তৈরি করে ডেটাবেজ পরিচালনা করতে পারেন। পিএইচপিতে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় ডেটাবেজ সিস্টেম হলো MySQL।
MySQL
MySQL হলো একটি ডেটাবেজ সিস্টেম যা ওয়েবের জন্য ব্যবহার করা হয়। এই ডেটাবেজ সিস্টেমটি একটি সার্ভারে চলে। এটি দ্রুততর, নির্ভরযোগ্য এবং খুব সহজেই ব্যবহার করা যায়। এটি ছোট এবং বড় যে কোনো অ্যাপ্লিকেশানের জন্য আদর্শ।
MySQL স্টান্ড্যার্ড SQL মেলে চলে। এটি বিভিন্ন প্ল্যাটফর্মে কম্পাইল করা যায়। আপনি এটি ফ্রি ডাউনলোড এবং ব্যবহার করতে পারবেন।
ওরাকল কর্পোরেশন MySQL ডেভেলপ করেছে এবং এটার সম্পূর্ণ সাপোর্ট তারাই দিয়ে থাকে। সহ-প্রতিষ্ঠাতা মন্টি উইডেনিয়াসের কন্যা "My" এর নামানুসারে MySQL নামকরন করা হয়।
MySQL ডেটাবেজে ডেটা সাধারণত টেবিলে জমা রাখা হয়। সুতরাং একটি টেবিল হলো সংশ্লিষ্ট তথ্যের সংগ্রহ যা সারি এবং কলাম নিয়ে গঠিত হয়।
শ্রেণীভিত্তিক তথ্য সংগ্রহ করে রখার জন্য ডেটাবেজ একটি উত্তম মাধ্যম। যেমন- একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ডেটাবেজে নিম্নের টেবিলগুলো থাকতে পারেঃ
- Student Attendance
- Student Details
- Student Result
- Teacher Details
- Etc...
পিএইচপি এবং MySQL ডেটাবেজ সিস্টেম
পিএইচপি এবং MySQL সকল প্লাটফর্মেই রান করানো যায়। যেমন- আপনি উইন্ডোজ, ইউনিক্স, ম্যাক ইত্যাদি প্ল্যাটফর্মের সার্ভারে পিএইচপি এবং MySQL ডেভেলপ করতে পারেন।
ডেটাবেজ কুয়েরি
কুয়েরি হচ্ছে একটি প্রশ্ন বা অনুরোধ। আমরা একটি ডেটাবেজ থেকে কুয়েরি করে যে কোনো তথ্য নিয়ে আসতে পারি।
নিম্নের কুয়েরিটি লক্ষ্য করুনঃ
SELECT Teacher_name FROM Teacher_details
উপরের কুয়েরিটিতে স্ট্যান্ডার্ড SQL সিনট্যাক্স ব্যবহার করা হয়েছে। এটি "Teacher_details" টেবিলের "Teacher_name" কলামের সকল তথ্যকে সিলেক্ট করবে।
SQL সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের SQL টিউটোরিয়াল দেখুন।
ডাউনলোড MySQL ডেটাবেজ
আপনার নিকট যদি MySQL ডেটাবেজ সহ পিএইচপি সার্ভার যেমন- WAMP, LAMP, MAMP, XAMPP ইত্যাদির কোন একটি না থাকে, সেক্ষেত্রে আপনি এটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করতে
http://www.mysql.com লিংক এ ক্লিক করুনঃ