অফশর এবং অনশর হোস্ট কি
অফশর হোস্ট বলতে এমন সার্ভারকে বুঝায় যে সার্ভার সকল প্রকার বৈধ/অবৈধ ফাইল হোস্ট করতে দেয়। সাধারণত অনশর সার্ভারগুলো কোন প্রকার ইলিগাল বা অবৈধ ফাইল তাদের সার্ভারে হোস্ট করতে দেয় না। কিন্তু সমস্যা হচ্ছে এক দেশের অবৈধ কন্টেন্ট অন্য দেশে বৈধ/লিগাল। যেমন- online gambling, Hyip, biting । এ ছাড়া যারা ডাউনলোড সাইট পরিচালনা করে তাদের কন্টেন্টও বেশীরভাগই অবৈধ হিসেবে গণ্য হবে। কেননা, তাদের ঐ কন্টেন্টের উপর স্বত্বাধিকার থাকে না। একটি মুভি বা গান ডাউনলোড সাইটের স্বত্তাধিকারীর পক্ষে সব অ্যালবাম বা মুভির স্বত্বাধিকার সংগ্রহ সম্ভব নয়। তাই তাদের অফশর হোস্ট ব্যাবহার করতে হয়। অফশর সার্ভারের খরচ সাধারণের চেয়ে একটু বেশি। তবে বাংলাদেশে অফশর হোস্টিং এর দাম তুলনামুলক অনেক বেশি।
অনশর সার্ভার
যে সকল সার্ভারে শুধুমাত্র বৈধ ফাইল হোস্ট করে তাকে অনশর সার্ভার বলে। বৈধ সেবা প্রদানের লক্ষ্যে অনশর হোস্টিং ব্যবহার করাই উত্তম।
অনশর সার্ভারে আপনি এধরণের কন্টেন্ট হোস্ট করলে আপনাকে DMCA নোটিশ মানতে হবে। প্রয়োজনে কন্টেন্ট বা ফাইল সরিয়ে ফেলতে হবে। নতুবা আপনার হোস্টিং রিসেলার আপনার শেয়ারড হোস্টিং বন্ধ করে দিতে পারে। যদি হোস্ট রিসেলার কোন পদক্ষেপ না নেয় তবে তার বিরুদ্ধে VPS Owner ব্যবস্থা নিতে পারবে। VPS Owner পদক্ষেপ না নিলে উক্ত VPS টি ডেডিকেটেড সার্ভার থেকে বন্ধ করে দেয়া যাবে। কিন্তু অফশর হোস্ট এ এধরণের কোন ঝামেলা নেই। তবে হ্যাঁ কিছু কন্টেন্ট অফশর হোস্টিং এ ও ইলিগ্যাল থাকে। এ ধরণের সার্ভারগুলো চীন, হংকং, হল্যান্ড, কোস্টারিকার মত দেশে অবস্থিত এবং স্থানীয় আইন অনুসারে এগুলো বন্ধ করা কঠিন।
USA, UK, ফ্রান্স এ এগুলো বহুল ব্যাবহিত অনশর সার্ভার। অন্যদিকে নেদারল্যান্ড, নিথুলিয়া এগুলো অফশর সার্ভার।
এছাড়াও ডোমেইন হোস্টিং সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কগুলো ভিজিট করতে পারেন।
হোস্টিং জগতে সবচেয়ে কম মুল্যে SSD হোস্টিং দিচ্ছে স্যাট হোস্ট
বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত হোস্টিং প্রভাইডার কোম্পানি www.satthost.com
ভিপিএস হোস্টিং- ভার্চুয়াল প্রাইভেট সার্ভার কি?
ম্যানেজড ও আনম্যানেজড হোস্টিং?
স্যাট একাডেমি ব্লগে পাবলিশ এর জন্য আপনার যেকোনো লেখা পাঠাতে আমাদের ইমেইল করুন- info@sattit.com
অথবা এখানে ক্লিক করে সরাসরি পোস্ট করুন। আপনার লেখা রিভিউ শেষে পাবলিশ করা হবে।