কপি আর্টিকেল দিয়ে কি এডসেন্স অনুমোদন হয় ?
কপি বা ডুপ্লিকেট আর্টিকেল দিয়ে আজ পর্যন্ত কেউ অনুমোদন পায়নি এবং ভবিষ্যতেও সম্ভব নয়! ব্লগ, আর্টিকেল টিউটরিয়াল এগুলো নিজস্ব চিন্তাধারার ফসল। আপনি অন্যের চিন্তাধারা চুরি করে টাকা ইনকাম করতে চাইবেন ব্যাপারটা রহস্যজনক ? অনলাইনে ইনকাম হচ্ছে নিজের ক্রিয়েটিভিটির উদাহরণ। অনেকে প্রথমে ইউনিক পোস্ট দিয়েই এডসেন্স অনুমোদন করিয়ে নেয়, তারপর মনের উল্লাসে কপি পোস্ট দিয়ে থাকে, আর মহাউল্লাসে ফল স্বরুপ গুগল এডসেন্স বাতিল করে দেয়। আমরা সবাই জানি, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। কিন্তু টাকার গন্ধে অনেকে এ স্লোগান ভুলে যাই। সুতরাং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, মানুষের শিক্ষনীয় পোস্ট হোক বা যেকোনো ধরণের পোস্ট হোক, ইউনিক পোস্ট দেওয়ার চেষ্টা করুন ।