Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/sattacad/public_html/blog/wp-config.php on line 101
ভাঙা- গড়া জীবন | স্যাট একাডেমী ব্লগ

ভাঙা- গড়া জীবন

বুঝে না বুঝে কত মন তো আমিও ভাঙি রোজ, তবে আমার মন কেউ না ভাঙার কি আছে।

আমরা জানতে বা অজান্তে অনেক মানুষের মন ভাঙি, যখন কেউ আমাদের মন ভাঙে টের পাই জ্বলা, সেই জ্বলনে শুরু হয় চুলকুনি, রাগে বিষাদে ক্ষিপ্ত হই অনৈতিক মানদন্ডে। মেনে নিলেইতো পারি, এই দুনিয়া ভাঙা- গড়ার খেলা, সেটা মন হোক আর মসজিদ, জীর্ণটাকে না ভাঙলে গড়বেন কিভাবে নতুন?

ভাঙতে শেখাটাও একটা ক্রেডিট জানেন..? ধোকা খেতে শেখাটাও একটা ক্রেডিট জানেন..? পাগল ভাববেন না আমায়… ধোকা খাওয়াটা বা ভাঙাটাকে ক্রেডিট বলিনি, শেখাটাকে ক্রেডিট বলেছি। ভাঙার পরে শিখেছেন মানে আপনি নতুন করে গড়তে শিখেছেন। ধোকা খেতে শিখেছেন মানে নেক্সট টাইম এমন মানুষকে বা কোন গল্পকে আপনি আর বিশ্বাস করে ঠকবেন না। পথে চলতে শিখতে হলে পথেরকাঁটা সহ্য করার ক্ষমতা তৈরি হওয়াটাই ক্রেডিট, নতুন ক্রেডিট পেয়ে নতুন কিছু শিখে আপনি জীবন গেইমে নেক্সট লেভেলে অতিক্রম করলেন।

ভাঙলে ভাঙবেন না, ঠকলে হারবেন না, শিখতে থাকুন, জয় আপনার জন্যে অপেক্ষমাণ। শুভকামনা, ধন্যবাদ।

You may also like...

1 Response

  1. sinan ahemd বলেছেন:

    অনেক ধন্যবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.