সাবডোমেইন কি? কিভাবে তৈরী করবেন?

এটার জন্য রেজিস্ট্রেশন করতে হবেনা, ডোমেইন নাম রেজিস্ট্রেশন করলেই DNS Server এ সাবডোমেইন তৈরী করা যায়। কয়েকটি সাবডোমেইনের উদাহরণঃ

http://www.forum.joomla.org
http://support.microsoft.com

cPanel দিয়ে সাবেডোমেইন তৈরী

cPanel বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কন্ট্রোল প্যানেল, হোস্টিং একাউন্ট ম্যানেজমেন্টের জন্য। cPanel দিয়ে সাবডোমেইন তৈরী খুব সহজ, এজন্য লগিন করুন এরপর “Domain” বিভাগ থেকে “Subdomain” লিংকে ক্লিক করলে নিচের মত ফর্ম আসবে

“Subdomain” টেক্সটবক্সে যে নাম দিবেন সেটাই হবে সাবডোমেইন যেমন আমি “examples” দিয়েছি এখন পুরো ঠিকানাটি হবে www.examples.sattit.com

এখন এই ঠিকানা ব্রাউজারে টাইপ করলে আপনার সাইটের রুটে তথা public_html (লিনাক্স হোস্টিং যদি হয়) “examples” নামের ফোল্ডারে (ডিরেক্টরিতে) যা রাখবেন সেটাই একসেস করবে।

** cPanel এ লগিন করে “File” বিভাগ থেকে “File Manager” লিংকে গেলে public_html এ যেকোন নামে ডিরেক্টরি তৈরী করা যায়। “Subdomain” টেক্টবক্সে যে নাম দিবেন একই নামে ফোল্ডারটি তৈরী করতে হবে।

**  আপনি যে হোস্টিং প্যাকেজ কিনবেন সেটাতে ঠিক করা থাকবে কতটি সাবডোমেইন আপনি তৈরী করতে পারবেন। বছরে ২/৩ হাজার টাকা দিয়ে যে প্যাকেজগুলি আমরা কিনি সেগুলিতে সাধ্যারনত ২/৩ টির বেশি সাবডোমেইন তৈরী করতে দেয়না। এমনকি একটাও না থাকতে পারে। কাজেই হোস্টিং কেনার আগে জিজ্ঞেস করে নিবেন “কয়টা সাবডোমেইন তৈরী করা যাবে ।

সাবডোমেইন এর সংখ্যা হোস্টিং প্রোভাইডার নির্ধারণ করে দিবে ।

আপনার লেখা পাঠাতে আমাদের কে ইমেইল করুন :info@sattit.com

অথবা সরাসরি লেখা পোস্ট করতে ক্লিক করুন

You may also like...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.