হজ্বযাত্রীদের নিবন্ধন যাচাই করুন:www.hajj.gov.bd তে

হজ্বযাত্রীদের নিবন্ধন যাচাই

হজ্বযাত্রীদের নিবন্ধন হয়েছে কি না, তা জানতে হজ্বের ওয়েবসাইটে (www.hajj.gov.bd) হজ্বযাত্রি অনুসন্ধানে ১০ সংখ্যার ট্র্যাকিং নম্বর (যেমন: N11479 E1 k2 C) লিখুন। তারপর চলে আসবে আপনি নিবন্ধিত অথবা প্রাক-নিবন্ধিত। এই তথ্য জানলে আপনি বুঝতে পারবেন, এজেন্সি ও আপনার তথ্যের মিল আছে কিনা।

২০১৮ সালে হজ্বে যেতে ইচ্ছুক ব্যক্তিদের নিবন্ধন শেষ হয়েছে। তাঁরা এখন প্রশিক্ষণ নিচ্ছেন। যাওয়ার প্রস্তুতি নেবেন জুলাই থেকে। জিলহজ্ব মাসের চাঁদ দেখা সাপেক্ষে ২০ আগস্ট (৯ জিলহজ) পবিত্র হজ্ব হতে পারে।

আরো কিছু তথ্য জেনে রাখুন:

সরকারি ব্যবস্থাপনায় হজ্বযাত্রীদের বেশ কিছু বিশেষ সেবা প্রদান করা হয়। তা হলো:

ক. যথাসময়ে ভিসা ও বিমান টিকিট প্রাপ্তির নিশ্চয়তা।

খ. নির্ধারিত সময়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে গমন, সৌদি আরব থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন এবং মদিনা শরিফে ৪০ ওয়াক্ত নামাজ আদায়ের ব্যবস্থাসহ যথাসময়ে মদিনায় গমন।

গ. মিনায় জামারার (পাথর নিক্ষেপের স্থান) নিকটবর্তী স্থান এবং আরাফায় মসজিদে নামিরার (যে মসজিদ থেকে হজের খুতবা দেওয়া হয়) অতি নিকটবর্তী স্থানে তাঁবুতে অবস্থান।

ঘ. মেট্রোরেল বা উন্নতমানের বাসে মিনা, আরাফাহ, মুজদালিফায় যাতায়াতসহ প্রশিক্ষিত গাইডের অধীনে হজ্ব পালনে সহায়তা প্রদান।

ঙ. ২ প্যাকেজের হজযাত্রীদের ১ হাজার থেকে ২ হাজার মিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববীর নিকটবর্তী উন্নতমানের হোটেল বা বাড়িতে অবস্থানের ব্যবস্থা।

চ. মক্কা ও মদিনায় এক হোটেল বা বাড়িতে অবস্থানের সুযোগ।

ছ. অভিজ্ঞ ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট ও অ্যাম্বুলেন্স সুবিধা সংবলিত সার্বক্ষণিক স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে মক্কা, মদিনা ও জেদ্দায় চিকিৎসা সেবা প্রদান।

জ. হজের পুস্তিকা, গাইড, নির্দেশিকা, লিফলেট ও অন্যান্য সামগ্রী বিনা মূল্যে বিতরণ।

ঝ.  সামগ্রিক  প্রসেসিং এ সরকারি সহায়তা।

হজযাত্রীর নিবন্ধন যাচাই

You may also like...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.