OTP, PTR কি,
OTP এর পূর্ণ রুপ হলো One Time Password. বিভিন্ন এ্যাকাউন্টের সুরক্ষার জন্য এই পাসওয়ার্ড ব্যবহৃত হয়। এই পাসওয়ার্ড শুধুমাত্র একবার ব্যবহার করা যায়। একবার ব্যবহার করা হলে এই কোড অকার্যকর হয়ে যায়।
এছাড়া OTP বলতে One Time Programmable. এটি একবার প্রোগ্রাম করা যায় এমন হার্ডওয়্যার। EDROM চিপ তার উদাহরণ।
প্রশ্ন করেছেন রাসেল আহমেদ
আমার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজটি এরকম-
“Hello, your OTP for PTR is 1586”
কিন্তু আমি এর অর্থ ও ব্যবহার বুঝতে পারছিনা এর অর্থ কি? কেন এটি আসলো? এখন আমাকে কি করতে হবে? উত্তর দিলে উপকৃত হব।
উত্তর লিখেছেনঃ মতিউর রহমান
OTP হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড টি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সাইন আপ বা লগইন করার সময় শুধুমাত্র একবার ব্যবহার করার জন্য মোবাইলে পাঠানো হয়।আপনার ফোনে দেওয়া কোড টি সাবমিট করলে সাইনআপ বা লগইন অথবা অন্য কোনো সেবা উপভোগ করতে পারবেন। যেহেতু আপনি নিজে জানেন না, কোড টি কেনো আসলো, অর্থাৎ অসাবধানতা বসত কেউ আপনার ফোন নাম্বার ব্যবহার করে অনলাইন কোনো সেবায় লগইন, সাইনআপ বা অন্য কিছু করতে চেয়েছে, ফলে আপনার সম্মতি যাচাই করার জন্য ফোনে কোড পাঠানো হয়েছে। এই পাসয়ার্ড টি আপনি কারো কাছে শেয়ার না করলে আপনার কোনো ধরণের ক্ষতি হবে না।
ধন্যবাদ।
আসুন PTR সম্পর্কে একটু জেনে নিই:
PTR এর পূর্ণ রুপ -Programme Trouble Report। প্রোগামের সমস্যাগুলো সম্পর্কে তথ্য উপস্থাপন করাই এর কাজ।
আবার PTR-Program Trouble Report. প্রোগ্রামের সমস্যা জানাতে এটি ব্যবহৃত হয়।
আসুন SIP সম্পর্কে একটু জেনে নিই:
SIP এর পূর্ণ রুপ -Systematic Investment Plan. সাধারণত ৬ মাসের অধিক সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগে সুবিধা দেয়া এর কাজ।
SIP এর আরেকটি পূর্ণরূপ হলো Systematic Investment Plan।
ZIP এর পূর্ণ রুপ Zone Improvement Plan. ১৯৬৩ সাল থেকে আমেরিকা পোস্টালকোড হিসেবে এটি ব্যবহার করে আসছে।
প্রিয় পাঠক, লেখাটি ভাল লাগলে বা অন্য কোনো পরামর্শ থাকলে কমেন্টে আপনার মুল্যবান মতামত দিন।
স্যাট একাডেমি ব্লগে পাবলিশ এর জন্য আপনার যেকোনো লেখা পাঠাতে আমাদের ইমেইল করুন info@sattit.com
অথবা এখানে ক্লিক করে সরাসরি পোস্ট করুন। আপনার লেখা রিভিউ শেষে পাবলিশ করা হবে।