এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <noscript> ট্যাগ


<noscript> ট্যাগের ব্রাউজার সাপোর্ট



এলিমেন্ট Google Chrome Edge/IE Mozila Firefox Safari Opera
<noscript> সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন




সংজ্ঞা ও ব্যবহার

যে সকল ব্রাউজারে স্ক্রিপ্ট সক্রিয় নয় অথবা স্ক্রিপ্ট সাপোর্ট করেনা, সেসকল ব্রাউজারের জন্য স্ক্রিপ্টের বিকল্প কন্টেন্ট নির্ধারণ করার জন্য <noscript> ট্যাগটি ব্যবহার করা হয়।

<noscript> ট্যাগটি <head> অথবা <body> যেকোন সেকশনেই লেখা যায়।

যেক্ষেত্রে ব্রাউজারে স্ক্রিপ্ট ডিজেবল করে রাখা হয় বা ব্রাউজারে স্ক্রিপ্ট সাপোর্ট করেনা, সেক্ষেত্রেই কেবল মাত্র <noscript> ট্যাগের কন্টেন্ট ব্রাউজারে প্রদর্শিত হবে।



নিচের উদাহরণে <noscript> ট্যাগের ব্যবহার দেখানো হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<body>

  <script>
    document.write("Hello Learners!!")
  </script>
  <noscript>দুঃখিত, আপনার ব্রাউজার জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে না!</noscript>

  <p>কেবলমাত্র তখনি noscript ট্যাগের কন্টেন্ট ব্রাউজারে প্রদর্শিত হবে, যখন ব্যবহারকারীর ব্রাউজারে 
  জাভাস্ক্রিপ্ট ডিজেবল করা আছে অথবা তার ব্রাউজারে স্ক্রিপ্ট সাপোর্ট করে না।</p>

</body>
</html>

ফলাফল





<noscript> ট্যাগে গ্লোবাল ও ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে না


সম্পর্কিত পেজ