জাভাস্ক্রিপ্ট If...Else স্টেটমেন্ট
কন্ডিশনাল স্টেটমেন্ট বিভিন্ন শর্তের উপর ভিত্তি করে বিভিন্ন কার্য সম্পাদন করে।
কন্ডিশনাল স্টেটমেন্ট
কোড লিখার সময় আপনি মাঝে মাঝে বিভিন্ন সিদ্ধান্তের উপর বিভিন্ন কার্য সম্পাদন করতে চাইবেন।
এটা করার জন্য আপনি আপনার কোডে কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করতে পারেন।
জাভাস্ক্রিপ্টে নিম্নোক্ত কন্ডিশনাল স্টেটমেন্ট আছেঃ
- if-এর শর্ত true হলে ব্লকের কোড সম্পাদন হবে।
- যদি একই শর্ত false হয় তখন else এর মধ্যে থাকা কোড এক্সিকিউট হবে।
- যদি প্রথম শর্ত false হয় তাহলে নতুন শর্ত টেস্ট করার জন্য else if ব্যবহার করুন।
- যখন এক্সিকিউশনের জন্য বিকল্প অনেক কোড নির্দেশ করতে তখন switch ব্যবহার করুন।
if স্টেটমেন্ট
if-এর শর্ত যদি true হয় তাহলে ব্লকের মধ্যে জাভাস্ক্রিপ্ট কোড এক্সিকিউট হবে।
গঠনপ্রণালী
if (condition) {
যদি শর্ত true হয় তাহলে এই কোড এক্সিকিউট হবে
}
if লেখাটি ছোট হাতের লিখতে হবে। বড় হাতের(If অথবা IF) লিখলে জাভাস্ক্রিপ্ট ভুল দেখাবে।
উদাহরণ
যদি সময় 18:00(সন্ধ্যা ০৬ টা) এর নিচে হয় তাহলে "Good day" শুভেচ্ছা জানাবেঃ
<!DOCTYPE html>
<html lang="en">
<head>
<meta charset="utf-8">
<meta http-equiv="X-UA-Compatible" content="IE=edge">
<meta name="viewport" content="width=device-width, initial-scale=1">
<title>জাভাস্ক্রিপ্ট উদাহরণ</title>
</head>
<body>
<h3>যদি সময় ১৮.০০ এর নিচে হয় তাহলে "শুভ দিন " শুভেচ্ছা জানাবেঃ</h3>
<p id="test"></p>
<script>
if (new Date().getHours() < 18) {
document.getElementById("test").innerHTML = "শুভ দিন !";
}
</script>
</body>
</html>
ফলাফল
else স্টেটমেন্ট
যদি শর্ত false হয় তাহলে else এর মধ্যে থাকা কোড এক্সিকিউট হয়।
if (condition) {
যদি শর্ত true হয় তাহলে এই কোড এক্সিকিউট হবে
}
else {
যদি শর্ত false হয় তাহলে এই কোড এক্সিকিউট হবে
}
উদাহরণ
<!DOCTYPE html>
<html lang="en">
<head>
<meta charset="utf-8">
<meta http-equiv="X-UA-Compatible" content="IE=edge">
<meta name="viewport" content="width=device-width, initial-scale=1">
<title>জাভাস্ক্রিপ্ট উদাহরণ</title>
</head>
<body>
<h3> নিচের বাটনে ক্লিক করলে সময়-ভিত্তিক শুভেচ্ছা প্রদর্শন করবেঃ </h3>
<button onclick="myFunc()"> চেষ্টা করি </button>
<p id="test"></p>
<script>
function myFunc() {
var hour = new Date().getHours();
var text;
if (hour < 18) {
text = "শুভ দিন";
} else {
text = "শুভ সন্ধ্যা";
}
document.getElementById("test").innerHTML = text;
}
</script>
</body>
</html>
ফলাফল
else if স্টেটমেন্ট
যদি প্রথম শর্ত false হয় তাহলে শর্ত যোগ করার জন্য else if স্টেটমেন্ট ব্যবহার হয়।
গঠনপ্রণালী
if (condition1) {
যদি শর্ত-১ true হয় তাহলে এই কোড এক্সিকিউট হবে
}
else if (condition2) {
যদি শর্ত-১ false এবং শর্ত-২ true হয় তাহলে এই কোড এক্সিকিউট হবে
} else {
যদি শর্ত-১ এবং শর্ত-২ false হয় তাহলে এই কোড এক্সিকিউট হবে
}
উদাহরণ
<!DOCTYPE html>
<html lang="en">
<head>
<meta charset="utf-8">
<meta http-equiv="X-UA-Compatible" content="IE=edge">
<meta name="viewport" content="width=device-width, initial-scale=1">
<title>জাভাস্ক্রিপ্ট উদাহরণ</title>
</head>
<body>
<h3> নিচের বাটনে ক্লিক করলে সময়-ভিত্তিক শুভেচ্ছা পাওয়া যাবেঃ </h3>
<button onclick="myFunc()"> চেষ্টা করি </button>
<p id="test"></p>
<script>
function myFunc() {
var text;
var hour = new Date().getHours();
if (hour < 10) {
text = " শুভ সকাল";
} else if (hour < 20) {
text = " শুভ দিন";
} else {
text = " শুভ সন্ধ্যা";
}
document.getElementById("test").innerHTML = text;
}
</script>
</body>
</html>
ফলাফল