এসইও টিউটোরিয়াল বাংলা পর্ব-১

বাংলা

এসইও টিউটোরিয়াল বাংলা
এসইও টিউটোরিয়াল বাংলা

এসইএও টিউটোরিয়াল

সার্স  ইঞ্জিন অপ্টিমাইজেশন (এসইও) হল একটি ওয়েব পেজ  বা সম্পূর্ণ  ওয়েব সাইটকে  সার্স ইঞ্জিন বান্ধব করে তোলার প্রক্রিয়া। সঠিক এসইও এর মাধ্যমে  আপনি একটি ওয়েবপেজ বা ওয়েব সাইটকে  সার্স রেজাল্টের  উচ্চাসনে  অবস্থান দিতে পারেন। অর্থাৎ সাইটটি সার্স রেজালেটের প্রথম দিকে স্থান পাবে। 

আমাদের এই টিউটোরিয়ালে বিভিন্ন সার্স  ইঞ্জিন বিশেষকরে গুগল, ইয়াহু এবং বিং এর সার্স রেজাল্টে আপনার ওয়েব পেজের দৃশ্যমানতা(visibility) বাড়ানোর জন্য সহজ SEO কৌশলসমূহ ব্যাখ্যা করা হয়েছে।

পাঠকসাধারণ

আমাদের এই টিউটোরিয়ালটি একেবারে নতুনদের জন্য সাজানো হয়েছে, যেন তারা খুব সহযেই  কার্যকর এসইও এর বৈশিষ্ট্যগুলি বুঝতে পারে। তবে পূর্বে থেকে যাদের এসএইও সম্পর্কিত জ্ঞান আছে তারাও চাইলে এই টিউটোরিয়ালটি পড়তে পারেন। 

পূর্বশর্ত

আমরা ধরেই নিচ্ছি যে আপনি এইচটিএমএল, এক্সএইচটিএমএল এবং  স্টাইল শীট ইত্যাদির মতো সাধারণ ওয়েব টেকনোলজি সম্পর্কে সচেতন রয়েছেন।  আপনি যদি ইতিমধ্যে কোন ওয়েবসাইট ডেভেলপ করে থেকানে তবে এটি আপনার জন্য বাড়তি  সুবিধা এবং এটি আপনাকে এই টিউটোরিয়ালে বর্ণিত এসইওর ধারণাসমূহ বুঝতে সহায়তা করবে।

এসইও টিউটোরিয়াল বাংলা পর্ব-২

You may also like...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.