ক্যারিয়ার ভাবনায় বিশেষজ্ঞদের পরামর্শ

প্রত্যেক সচেতন শিক্ষার্থী ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা করে। একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রাই ব্যাক্তিকে এনে দিতে পারে একটি সফল ক্যারিয়ার ।

আপনার ক্যারিয়ার পরিকল্পনা স্বল্পমেয়াদী হোক কিংবা দীর্ঘমেয়াদি হোকনা কেনো আপনার ক্যারিয়ারের শীর্ষে পদার্পন করতে ক্যারিয়ার বিশেষজ্ঞ ব্যাক্তিদের পরামর্শ মূলক কতগুলো আদর্শ বাক্য আপনার ক্যারিয়ার এ রাখতে পারে অভবানীয় অবদান।

চলুন দেখে নেই ক্যারিয়ার গাইডলাইনে আদর্শ বাক্যগুলোঃ

ক্যারিয়ার ভাবনায় বিশেষজ্ঞদের পরামর্শঃ

    ১.প্রথমেই আত্মবিশ্বাসের বাক্স তৈরি করে,আত্নবিশ্বাস জমা রাখুন; 2.সন্দেহ পরিত্যাগ করে ইতিবাচক চিন্তা করুন ; 3.নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে কাজ করুন ; 4.নিজের ওপর আত্মবিশ্বাস গড়ুন ; 5.পত্রিকার আন্তর্জাতিক ও অর্থনৈতিক পাতা পড়ুন ; 6.ব্যস্ততা বলতে কিছুই নেই এটা অনুধাবন করুন; 7.অন্যদের মতো আপনিও দক্ষ এটা কল্পনা করুন ; 8.আপনার ক্রিয়েটিভিটি যাচাই করুন; 9.অতিমাত্রায় নেতিবাচক চিন্তা পরিহার করুন ; 10.লক্ষ্য নির্ধারণে বাধা হয় এমন চিন্তাটা ত্যাগ করুন ; 11.স্বাস্থ্যকর জীবনযাপন এর প্রতি খেয়াল রাখুন ; 12.ছোটখাটো বিজয় এ প্রচন্ড খুশি হোন ; 13.নিখুঁত কাজ আশা করুন ; 14.সমস্যা সমাধানে গভীর মনোযোগ দিন ; 14.নিজেকে ক্ষমা করুন ; 15 সিনিয়র ভাইদের সাথে ভালো সম্পর্ক তৈরি করুন ; 16. ৪৫ শতাংশ সময় নেটওয়ার্কিং এ খরচ করুন; 17.৫৫% সময় পড়াশুনাও অন্যান্য কাজে ব্যায় করুন ; 18.বিভিন্ন সামাজিক ইভেন্টে দায়িত্ব নিয়ে কাজ করুন।; 19.বই পড়ার অভ্যাস করুন ; 20.অন্যদের জীবন থেকে শিক্ষা গ্রহন করুন ; 21.রোবট হয়ে যাবেন না,নিয়মিত ঘুরতে যান ; 22.গড় আয়ের সমান বন্ধু নির্বাচনে চেষ্টা করুন; 23.কারও প্রতি এত বেশি দুর্বল হবেন না ; 24.বিষন্নতা দূর করুন,প্রতিটি মুহূর্ত আনন্দ উপভোগ করুন; 25.নিজেকে সর্বদাই ইম্প্রুভ করার চেষ্টা করুন।; 26.যে কোনো পরিস্থিতিতে শেখার চেষ্টা অব্যাহত রাখুন ; 27.জিজ্ঞাসার অভ্যাস করুন এবং শিখুন ; 28.বর্তমান কাজকে মূল্যায়ন করতে শিখুন; 29.কাজের সাথে সম্পর্ক গড়ে তুলুন; 30.কাজকে আপন মনে গ্রহণ করুন ; 32.নমনীয়তা গুনের পরিধি বৃদ্ধি করুন ; 31.নিজেকে নিজের মত করে প্রস্তুত করুন; 32.নমনীয়তা গুনের পরিধি বৃদ্ধি করুন ; 33.সহিষ্ণুতা সময় সচেতনতায় গুরুত্ব দিন;

সংগ্রহ করেছেনঃ নাহিদ ইসলাম
সূত্রঃ স্যাট একাডেমি

You may also like...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.