পরীক্ষায় ভালো ফলাফলের কৌশল :

পরীক্ষায় ভালো ফলাফল করার পরামর্শ

  • পড়াশোনাকে প্রাধান্য দিন।
  • যে কোনো জায়গায় পড়াশোনা করুন।
  • পড়ার জিনিস গুছিয়ে রাখুন।
  • দ্রুত পড়ার অভ্যাস তৈরী করুন।
  • সময় ভাগ ভাগ করে নিন।
  • সুন্দর করে নোট নিন।
  • অ্যাসাইনমেন্ট গুছিয়ে নিন।
  • ক্লাসে সাড়া দিন।
  • একসাথে পড়াশোনা করুন।
  • নিজের পরীক্ষা নিজেই নিন।
  • একটু বেশি  মনোযোগ দিয়ে পড়ুন।
  • বইয়ের বিশেষ বিশেষ অংশে রঙিন কোড ব্যবহার করুন।
  • বার বার বই পড়ুন, খাতায় নোট করুন।
  • নোট তৈরী করুন, নিজের ভাষায় লিখুন।
  • শিক্ষক/বড় ভাইয়াদের সাথে আলোচনা করুন।
  • শর্টকাট টেকনিক বের করুন।
  • ভালো ছাত্রছাত্রীদের সাথে মেশার চেষ্টা করুন।
  • প্রতিযোগী ঠিক করুন।
  • নিজ নিজ ধর্ম কর্ম পালন করুন।
  • খাতায় সুন্দরভাবে লেখা  উপস্থাপন করুন।
  • খাতায় রঙিন কালি ব্যবহার করার অভ্যাস গড়ে তুলুন।
  • প্যারা প্যারা করে লিখার অভ্যাস গড়ে তুলুন।
  • উধৃতি গুলো সুন্দর করে লিখুন।
  • লেখার মাঝে যুক্তিযুক্ত উদাহরণ দিন।
  • বই এর ভাষা থেকে নিজের ভাষার প্রাধান্য দিন ।
  • ভূমিকা ও উপসংহারে মাধুর্য্য দিন।
  • প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট সময় বরাদ্ধ করুন।
  • খাতাকে সুন্দর করতে মার্জিন টানুন।
  • গুরুত্বপূর্ণ প্যারার শিরোনাম দিন।
  • বিশেষ অংশ এবং পরিকল্পনায় রঙিন কোড করুন ।
  •  প্রতি প্রশ্নের জন্য আলাদা সময় বের করুন।
  • শিক্ষকদের সাথে যোগাযোগ রেখে পড়াশুনার উন্নয়ন করুন।
  • বইয়ের কি-পয়েন্ট ও গুরুত্বপূর্ণ প্রশ্ন হাইলাইট করুন।
  • স্লাইড শো বানিয়ে পড়াশুনা করুন।
  • নিজের পরিকল্পনা  প্রয়োগ করুন।
  • নিজের পরীক্ষা নিজেই দিন।
  • একই পড়া কয়েকবার পড়ুন।
  • পড়ার সময় গড়িমসি করবেন না।
  • গ্রুপ ওয়ার্কে মনোনিবেশ করুন।
  • পড়া শেষে একাকী মনে করার চেষ্টা করুন।
  • পড়ার সময় মোবাইল দূরে রাখতে চেষ্টা করুন।

সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংক আজ হাতের মুঠোয়

যেগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে

  • অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে।
  • পড়ার সময় মোবাইল কম্পিউটার নিকটে রাখা যাবে না।
  • পড়ার টেবিল অথবা বিছানা পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে।
  • টেবিলের পাশেই বিছানা রাখা যাবেনা।
  • পড়ার সময় গান বা অন্য কোনো মিউজিক শোনা যাবে না ।
  • নির্দিষ্ট সময়ের পূর্বে পড়ার টেবিল থেকে উঠা যাবে না।
  • একসাথে একদিক বই পড়ার চেষ্টা করা যাবেনা।
  • গাইড বুকের উপর নির্ভরশীল হওয়া যাবে না।
  • ক্ষুধা নিয়ে পড়তে বসা যাবে না।
  • পড়তে বসে একটু পর পর হাটাহাটি করা যাবে না ।

পড়াশুনায় মনোযোগ দিতে করনীয়

এছাড়া অন্যান্য যে সকল সতর্কতা অবলম্বন করা উচিতঃ

  • পড়ার টেবিল গুছিয়ে রাখুন।
  • মশার কয়েল ব্যবহার করুন, যদি মশা থাকে।
  • স্যাঁত স্যাঁতে স্থানে পড়ার টেবিল রাখবেন না।
  • দুর্গন্ধ আসে এমন স্থানে পড়তে বসবেন না।
  • আশে পাশের সকল উপকরন গুছিয়ে রাখুন।
  • পড়ার টেবিলে পানি রাখুন।
  • পড়ার টেবিলে ঘড়ি রাখুন।

You may also like...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.