পেপের বীজ খাওয়ার উপকারিতাঃ

পেঁপের গুণাবলীর শেষ নেই। কাঁচা বা পাকা পেঁপে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমরা পেঁপে খাওয়ার সময় বীজ গুলো ফেলে দিই। কিন্তু এই বীজের গুণাবলী জানলে, আজ থেকে আপনিও হয়ত আর ফেলবেন না মিনারেল ও ভিটামিনে ভরপুর এই খাবার।

সময় সংবাদ অনলাইন পাঠকরা, জেনে নিন পেঁপের গুণাবলী ও উপকারিতা:

* ক্যান্সার প্রতিরোধ: ক্যান্সার প্রতিরোধে পেঁপের বীজ খুব কার্যকরী। পানি ও দইয়ের সঙ্গে পেঁপের বীজের জুস নিয়মিত পান করলে যকৃত ভালো থাকে।

* হজম বৃদ্ধি: হজমের সমস্যা থাকলে আজ থেকেই খাওয়া শুরু করুন পেঁপের বীজ। এটি হজম শক্তি বৃদ্ধি করে পেট ভালো রাখে। শরীরের ভেতর প্রোটিন ফাইবারকে ভাঙ্গতে এই বীজ সাহায্য করে।

* ত্বক মসৃণ: দেহের ত্বক মসৃণ ও সতেজ রাখতে পেঁপে ও পেঁপের বীজ খুব উপকারী। ত্বক উজ্জ্বল করতেও এই খাবার সাহায্য করে।

* ডেঙ্গু জ্বর: ডেঙ্গু প্রতিরোধে পেঁপের বীজের তুলনা নেই। ডেঙ্গু জ্বর হলে প্লেটলেট কমতে শুরু করে। এসময় নিয়মিত পেঁপের পাতা ও বীজ খেলে প্লেটলেট স্বাভাবিক মাত্রায় ফিরে আসে।

* ক্ষতিকর জীবাণুনাশ: পেঁপে ফলের বীজ প্রচুর প্রোটিওলাইটিক উৎসেচক। তাই দেহের ক্ষতিকর জীবাণু ধ্বংস করতে এর জুড়ি নেই। ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে।

DMCA.com Protection Status

You may also like...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.