ম্যাচিউরিটি

“ম্যাচিউরিটি”

আপনি অনায়াসেই আর একজনকে বলে ফেলেন তুমি এগুলো বুঝবে না। কারণ তুমি এখনো ছোট আছো, এগুলো বুঝার জন্য তুমি এখনোও ম্যাচিউর্ড না।

কিন্তু ম্যাচিউরিটির কোনো বয়স বা লেভেল থাকেনা।

যেমন ধরুন, বাড়ির ৫ বছরের বড় ভাই/বোন তার ৩ বছরের ছোট ভাই/বোনের জন্য অনেক কিছুই উৎসর্গ করে। কখনো কখনো এমন হয় যে ছোটন কান্না করবে ভেবে নিজের ভাগেরটাও ছোটনকে নির্দ্বিধায় উৎসর্গ করে দেয়।
সুতরাং ৫ বছরের বাবুটা এক্ষেত্রে ম্যাচিউর্ড।
তাই আমি বলি কী! বয়স ভেদে ম্যাচিউরিটি আসে না। এমনকি আপনার বয়স যদি ৮০ হওয়া সত্ত্বেও ম্যাচিউরিটি না আসতে পারে।
ম্যাচিউরিটি প্রকাশ পায় আপনার সেক্রিফাইস এর ভিত্তিতে। যে যত বেশী সেক্রিফাইস করতে পারে সে তত বেশি ম্যাচিউর্ড।
“তাই আসুন নিজের পাশাপাশি অন্যের জন্যও কিছু করি!!”

You may also like...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.