সফলতা কি ?

#সফলতা
সফলতা শব্দটি যদি সহজই হতো তাহলে সবাই-ই সর্বকালের সেরা আইডল মহাত্মা গান্ধী, মহাথির মোহাম্মাদ, নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিংকন কিংবা বর্তমান সময়ের সুপার ডুপার হিরো মার্ক জুকারবাগ, জ্যাকমা, বিলগেটস, ল্যারিপেজ, জোক ডরসি, ইভান উইলিয়াম, রেইড হল্ফম্যানদের মতো হয়ে যেতো।
সফলতা নামটি আমাদের কানে সব সময় বাজলেও এবং অনেকটা বলতে বা লিখতে “সরলতার” মত সহজ হলেও এটি অর্জন করা কিন্তু খুব সহজ নয়।
এটি অর্জনে চাই আত্মবিশ্বাস, একাগ্রতা এবং একই কাজে লেগে থাকা।
মনে রাখবেন যদি ভেতর-বাহির থেকে বাধা না আসে তাহলে বুঝবেন সফলতা আপনার জন্য নয়!!
ঝড়কে ভয় পাওয়া যাবে না। ঝড়কে প্রতিহত করা শিখতে হবে!
“আপনিই সফল”

You may also like...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.