বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এডমিশন বিষয়ক তথ্য

HSC পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ে  ভর্তির জন্য শিক্ষার্থীরা কোচিং এ ভর্তি হবার জন্য ব্যস্ত থাকে। একটা সাধারন প্রশ্ন অনেকেরই অজানা, যা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অতি গুরুত্বপুর্ণ। তাই কোন্‌ বিশ্ববিদ্যালয়ে GPA তে কত নম্বর থাকতে   তা জানা জরুরী।
আসুন জেনে নেই কোন বিশ্ববিদ্যালয়ে GPA থেকে কত মার্কস গণনা করা হয়।

আবার অনেকে ভাবছেন আমার GPA কম,  আমি কি চান্স পাব?  এরকম হাজারো প্রশ্ন জন্ম নেয় শিক্ষার্থীদের মনে । কৌতুহলের এরকম হাজারো প্রশ্নের সঠিক উত্তর আপনি নিজেই  দিতে পারবেন, যদি আপনি জেনে রাখেন বিশ্ববিদ্যালয় ভর্তির এসকল গুরত্বপুর্ন তথ্য।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির এ তথ্যগুসমূহ জানার ফলে সঠিক প্রস্তুতির মাধ্যমে তুলনামুলক কম GPA নিয়ে অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। কারণ তারা মনোবল হারায় না, বরং তথ্যগুলো জেনে সঠিক গাইডলাইনে অগ্রসর হয়।

আসুন জেনে নিই  এডমিশন বিষয়ক  গুরুত্বপুর্ণ  তথ্যঃ

বিশ্ববিদ্যালয়ঃ

১) ঢাকা বিশ্ববিদ্যালয় = মোট ৮০ নম্বর
SSC point × 6 = 30  & HSC point × 10 = 50
(with 4th subject )

২) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় = মোট ২০ নম্বর
SSC point × 1.5 = 7.5 & HSC point × 2.5 = 12.5
( with 4th subject )

৩) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় = মোট  ২০ নম্বর
SSC point × 1.6 = 8 & HSC point × 2.4 = 12

৪) জগন্নাথ বিশ্ববিদ্যালয় = মোট ২৮ নম্বর
SSC point × 2.4 = 12 & HSC point × 3.2 = 16

৫) Bangladesh University of Professionals = 40%

৬) বরিশাল বিশ্ববিদ্যালয় = মোট ৮০ নম্বর
SSC point × 6 = 30 & HSC point × 10 = 50

৭) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় = মোট ২০ নম্বর
SSC point × 1.5 = 7.5 & HSC point × 2.5 = 12.5

৮) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় = মোট ৩০ নম্বর
SSC point × 2.4 = 12 & HSC point × 3.6= 18

৯) ইসলামী বিশ্ববিদ্যালয় = মোট ৪০ নম্বর
SSC point × 4 = 20 & HSC point × 4 =

১০) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়  = মোট ১০০ নম্বর
SSC point × 8 = 40 & HSC point × 12 = 60
(without 4th subject )

১১) কুমিল্লা বিশ্ববিদ্যালয় = মোট ৫০ নম্বর
SSC point × 4 = 20 & HSC point × 6 = 30

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ

১২) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় = মোট ২০ নম্বর
SSC point × 2 = 10 & HSC point × 2 = 10

১৩) পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় = মোট ১০০ নম্বর
SSC point × 8 = 40 & HSC point × 12 = 60

১৪) নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় = মোট ১০০ নম্বর
SSC point × 8 = 40   &  HSC point × 12 = 60 ( with 4th subject )

১৫) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় = মোট ১০ নম্বর
SSC point × 0.8 = 4 & HSC point × 1.2 = 6

১৬) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি = মোট ৩০ নম্বর
(মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএ-কে ৩ দ্বারা গুণ করা হবে। অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে ২.৭
দ্বারা গুণ করা হবে। )

১৭) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় = মোট ১০০ নম্বর
SSC point × 8 = 40  &  HSC point × 12 = 60

১৮) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় = মোট ৫০ নম্বর
SSC point × 4 = 20 HSC point × 5 = 30

১৯) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  = মোট ২০ নম্বর
{– ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে SSC ও HSC জিপিএ’র মোট যোগফলকে ২ দ্বারা গুণ করা হবে।
সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে SSC ও HSC জিপিএ’র মোট যোগফলকে ১.৯০ দ্বারা গুণ করা হবে। –}

২০) রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় = মোট ১০০ নম্বর
SSC point × 8 = 40. HSC &  point × 12 = 60

কৃষি বিশ্ববিদ্যালয়ঃ

২১) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় = মোট ১০০ নম্বর
SSC point × 8 = 40   & HSC point × 12 = 60
(without 4th subject )

২২) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়  = মোট ১০০ নম্বর
SSC point × 8 = 40 & HSC point × 12 = 60

২৩) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় = মোট ১০০ নম্বর
SSC point × 8 = 40 & HSC point × 12 = 60

২৪) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় = মোট ১০০ নম্বর
SSC point × 8 = 40. & HSC point × 12 = 60

২৫) চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ব = মোট ১০০ নম্বর
SSC point × 8 =40 & HSC point × 12 =60

   

মেডিকেলঃ

২৬) মেডিকেল= মোট ২০০ নম্বর
SSC point × 15 = 75 & HSC point × 25 = 125

জিপিএ থেকে কোনো মার্ক যোগ হয় না যে সকল বিশ্ববিদ্যালয়েঃ

  •  Bangladesh University of Engineering Technology (BUET) = No marks on GPA
  •  Khulna University of Engineering and Technology (KUET) = No marks on GPA
  • Rajshahi University of Engineering Technology (RUET) = No marks on GPA
  •  Chittagong University of Engineering Technology (CUET) = No marks on GPA
  • Rajshahi University = No marks on GPA
  • Khulna University = No marks on GPA
  • যেকোনো  বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে  ভিজিট  করুন এডমিশন প্রস্তুতি ।

সুত্রেঃ স্যাট একাডেমি

যেকোনো  বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে  ভিজিট  করুন এডমিশন প্রস্তুতি ।

প্রতিযোগিতামুলক যেকোনো  চাকুরী পরীক্ষার প্রস্তুতি নিতে  ভিজিট  করুন ডিজিটাল জব  সলিউশনে ।

You may also like...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.