এট্রিবিউট |
ব্যবহৃত হয় |
বর্ননা |
accept |
<input> |
সার্ভার গ্রহণ করে এমন ফাইলের টাইপ উল্লেখ করে। ইহা শুধুমাত্র "file" টাইপের জন্য প্রযোজ্য। |
accept-charset |
<form> |
ফরম সাবমিট করার জন্য ব্যবহৃত অক্ষর/ক্যারেক্টার এনকোডিং(encoding) উল্লেখ করে। |
accesskey |
গ্লোবাল এট্রিবিউট |
একটি এলিমেন্ট কে সক্রিয়/ফোকাস করতে নির্দিষ্ট শর্টকাট কি(key) উল্লেখ করে। |
action |
<form> |
ফরম সাবমিট করার সময় ফরমের তথ্য কোথায় পাঠানো হবে তা নির্দিষ্ট করে। |
align |
এইচটিএমএল(৫)-এ সাপোর্ট করে না। |
পার্শ্ববর্তী এলিমেন্ট অনুযায়ী এলিমেন্টের শ্রেণীবিন্যাস/এলাইনমেন্ট সুনির্দিষ্ট করে। ইহার পরিবর্তে সিএসএস ব্যবহার করুন। |
alt |
<area>, <img>, <input> |
মূল এলিমেন্ট প্রদর্শন করতে ব্যর্থ হলে একটি বিকল্প টেক্সট প্রদর্শন করে। |
|
async |
<script> |
বহিরাগত স্ক্রিপ্ট অ্যাসিঙ্ক্রোনাসলি(asynchronously) এক্সিকিউট হবে তা উল্লেখ করে। |
autocomplete |
<form>, <input> |
<form> অথবা <input> এলিমেন্টের পূর্বে ইনপুটকৃত ভ্যালু থেকে নতুন ভ্যালু ইনপুট নিবে কিনা তা উল্লেখ করে। |
autofocus |
<button>, <input>, <keygen>, <select>, <textarea> |
একটি পেজ লোড হওয়া সম্পূর্ণ হলে এলিমেন্টে স্বয়ংক্রিয়ভাবে ফোকাস হবে কিনা তা উল্লেখ করে। |
autoplay |
<audio>, <video> |
একটি পেজ লোড হওয়া সম্পূর্ণ হলে অডিও/ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চলা শুরু করবে কিনা তা উল্লেখ করে। |
bgcolor |
এইচটিএমএল(৫)-এ সাপোর্ট করে না। |
একটি এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডের কালার নির্ধারণ করে। ইহার পরিবর্তে সিএসএস ব্যবহার করুন। |
border |
এইচটিএমএল(৫)-এ সাপোর্ট করে না। |
একটি এলিমেন্টের বর্ডার নির্ধারণ করে। ইহার পরিবর্তে সিএসএস ব্যবহার করুন। |
challenge |
<keygen> |
<keygen> এলিমেন্টের ভ্যালু সাবমিট করার পর অবশ্যই চ্যালেঞ্জ হবে। |
charset |
<meta>, <script> |
অক্ষর/ক্যারেক্টার এনকোডিং(encoding) নির্ধারণ করে। |
checked |
<input> |
পেজ লোড হলে<input> এলিমেন্টের "checkbox" অথবা "radio" টাইপের জন্য ভ্যালু সিলেক্টেড অবস্থায় থাকবে কিনা তা নির্ধারণ করে। |
cite |
<blockquote>, <del>, <ins>, <q> |
quote/deleted/inserted টেক্সটকে ব্যাখ্যা করার জন্য একটি URL নির্ধারণ করে। |
class |
গ্লোবাল এট্রিবিউট |
একটি এলিমেন্টের জন্য এক বা একাধিক ক্লাস নির্ধারণ করে। |
color |
এইচটিএমএল(৫)-এ সাপোর্ট করে না। |
একটি এলিমেন্টের টেক্সটের কালার নির্ধারণ করে। ইহার পরিবর্তে সিএসএস ব্যবহার করুন। |
cols |
<textarea> |
<textarea> এলিমেন্টের দৃশ্যমান প্রস্থ(width) নির্ধারণ করে। |
colspan |
<td>, <th> |
একটি টেবিলের কলামের সেলের সংখ্যা নির্ধারণ করে। |
content |
<meta> |
http-equiv অথবা name এট্রিবিউটের সাথে ভ্যালু সংযুক্ত করে। |
contenteditable |
গ্লোবাল এট্রিবিউট |
একটি এলিমেন্টের কন্টেন্ট এডিট(edit) করার যোগ্য কিনা তা নির্ধারণ করে। |
contextmenu |
গ্লোবাল এট্রিবিউট |
এলিমেন্টের জন্য contextmenu নির্ধারণ করে। ব্যবহারকারী কোনো এলিমেন্টের উপর রাইট ক্লিক করলে contextmenu প্রদর্শিত হয়। |
controls |
<audio>, <video> |
অডিও/ভিডিও ফাইলের নিয়ন্ত্রন প্যানেল(যেমনঃ চালু/বন্ধ করা, ভলিওম কমানো/বাড়ানো ইত্যাদি) প্রদর্শন করে। |
coords |
<area> |
নির্দিষ্ট এরিয়ার স্থানাঙ্ক নির্ধারণ করে। |
data |
<object> |
অবজেক্টের ব্যবহারের জন্য উৎসের URL নির্ধারণ করে। |
data-* |
গ্লোবাল এট্রিবিউট |
ওয়েব পেজ অথবা এপ্লিকেশনের কাস্টম ডাটা সংরক্ষনে ব্যাবহার করা হয়। |
datetime |
<del>, <ins>, <time> |
তারিখ এবং সময় উল্লেখ করতে ব্যবহার করে। |
default |
<track> |
অডিও/ভিডিও এলিমেন্টের ডিফল্ট ট্র্যাক সেট করতে এট্রিবিউট ব্যবহার করা হয়। |
defer |
<script> |
একটি ওয়েব পেজ লোড সম্পূর্ণ হলে বহিরাগত স্ক্রিপ্ট এক্সিকিউট হবে। |
dir |
গ্লোবাল এট্রিবিউট |
একটি এলিমেন্টের কন্টেন্টের জন্য টেক্সট দিক নির্ধারণ করে। |
dirname |
<input>, <textarea> |
ফরম সাবমিটের সাথে টেক্সট ডিরেকশন সাবমিট করা হয়। |
disabled |
<button>,<fieldset>, <input>, <keygen>, <optgroup>, <option>,<select>,
<textarea> |
একটি এলিমেন্ট বা এলিমেন্ট গ্রুপকে নিষ্ক্রিয়/অক্ষম(disable) করতে ব্যবহার করা হয়। |
download |
<a>, <area> |
যখন ব্যবহারকারী হাইপারলিংকে ক্লিক করবে তখন টার্গেটটি ডাউনলোড হবে। |
draggable |
গ্লোবাল এট্রিবিউট |
এলিমেন্টটি ড্র্যাগ(drag) করা যাবে কিনা তা নির্ধারণ করে। |
dropzone |
গ্লোবাল এট্রিবিউট |
যখন একটি এলিমেন্টের উপর ড্রপ(drop) করা হয় তখন ড্রাগকৃত ডাটার অনুলিপি(কপি), স্থানান্তর বা লিংক সমূহ নির্ধারণ করে। |
enctype |
<form> |
সার্ভারে সাবমিট করার জন্য ফরম-ডাটার এনকোড নির্ধারণ করে। ইহা শুধুমাত্র method="post" এর সাথে কাজ করে। |
for |
<label>, <output> |
ফরম এলিমেন্টে টেক্সটের সাথে ইনপুট ফিল্ডের বন্ধন তৈরী করে। |
form |
<button>, <fieldset>, <input>, <keygen>, <label>, <meter>, <object>,
<output>, <select>, <textarea> |
একটি এইচটিএমএল ফরম এলিমেন্টকে নির্ধারণ করে। |
formaction |
<button>, <input> |
একটি ফরম সাবমিট করার সময় এর তথ্য ভিন্ন কোথায় পাঠাতে ব্যবহার করা হয়। এটি শুধুমাত্র type="submit" এর সাথে কাজ করে। |
headers |
<td>, <th> |
টেবিল হিডারের সাথে কন্টেন্টের সম্পর্ক নির্ধারণ করে। |
height |
<canvas>, <embed>, <iframe>, <img>, <input>, <object>, <video> |
একটি এলিমেন্টের উচ্চতা(height) নির্ধারণ করে। |
hidden |
গ্লোবাল এট্রিবিউট |
একটি এলিমেন্ট এখন আর নেই অথবা প্রাসঙ্গিক নয় তা উল্লেখ করে। |
high |
<meter> |
একটি পরিসীমাকে বুঝায় যা সর্বোচ্চ ভ্যালু হিসেবে বিবেচিত হয়। |
href |
<a>, <area>, <base>, <link> |
একটি লিংকের ঠিকানাকে নির্ধারণ করে। |
hreflang |
<a>, <area>, <link> |
লিংককৃত ডকুমেন্টির ভাষা নির্ধারণ করে। |
http-equiv |
<meta> |
কনটেন্ট এট্রিবিউটে তথ্য/ভ্যালুর জন্য একটি HTTP হেডার/শিরোনাম প্রদান করে। |
id |
গ্লোবাল এট্রিবিউট |
এলিমেন্টের জন্য একটি ইউনিক আইডি নির্ধারণ করে। |
ismap |
<img> |
একটি ইমেজকে সার্ভার সাইড ইমেজ-ম্যাপ হিসেবে রূপান্তর করে। |
keytype |
<keygen> |
একটি <keygen> এলিমেন্টের জন্য সিকিউরিটি কীয়ের ধরন নির্ধারন করে। |
kind |
<track> |
টেক্সট ট্র্যাকের জন্য ধরন নির্ধারণ করে। |
label |
<track> |
টেক্সট ট্র্যাকের জন্য টাইটেল নির্ধারণ করে। |
lang |
গ্লোবাল এট্রিবিউট |
এলিমেন্টের কনটেন্টের ভাষা নির্ধারণ করে। |
list |
<input> |
একটি <datalist> এলিমেন্টকে রেফার করে যা <input> এলিমেন্টের জন্য পূর্ব-নির্ধারিত অপশন সমূহকে ধারন করে। |
loop |
<audio>, <video> |
প্রত্যেক বার শেষ হওয়ার পর অডিও/ভিডিও পুওনরায় চালু হবে তা নির্ধারণ করে। |
low |
<meter> |
একটি পরিসীমাকে বুঝায় যা সর্বনিম্ন ভ্যালু হিসেবে বিবেচিত হয়। |
manifest |
<html> |
অফলাইন ব্রাউজিং এর জন্য ডকুমেন্টের ক্যাশ(cache) এর ঠিকানা নির্ধারণ করে। |
max |
<input>, <meter>, <progress> |
এলিমেন্টে ইনপুটকৃত সর্বোচ্চ ভ্যালু মান নির্ধারণ করে। |
maxlength |
<input>, <textarea> |
একটি এলিমেন্টে সর্বোচ্চ কতটি ক্যারেক্টার লেখা যাবে তার সংখ্যা নির্ধারণ করে। |
media |
<a>, <area>, <link>, <source>, <style> |
কোন ধরনের মিডিয়া/ডিভাইসের জন্য লিংককৃত ডকুমেন্টটি অপ্টিমাইজ করবে। |
method |
<form> |
ফরম ডেটা পাঠানোর সময় HTTP মেথড উল্লেখ করে। |
min |
<input>, <meter> |
একটি এলিমেন্টের জন্য সর্বনিম্ন ভ্যালু নির্ধারণ করে। |
multiple |
<input>, <select> |
ব্যবহারকারী একাধিক ভ্যালু প্রবেশ করাতে পারবে তা নির্ধারন করে। |
muted |
<video> |
ভিডিওর কোনো অডিও আউটপুট হবে না। |
|
name |
<button>, <fieldset>, <form>, <iframe>, <input>, <keygen>, <map>, <meta>,
<object>, <output>, <param>, <select>, <textarea> |
এলিমেন্টের জন্য নাম নির্ধারণ করে। |
novalidate |
<form> |
ফরম সাবমিটের সময় তথ্য সমূহের বৈধতা যাচাই করবে না তা নির্ধারণ করে। |
onabort |
<audio>, <embed>, <img>, <object>, <video> |
লোড হওয়ার পূর্বে থামিয়ে দিলে স্ক্রিপ্টটি কাজ করবে। |
onafterprint |
<body> |
ডকুমেন্টটি প্রিন্ট হওয়ার পর স্ক্রিপ্টটি কাজ করবে। |
onbeforeprint |
<body> |
ডকুমেন্টটি প্রিন্ট হওয়ার পুর্বেই স্ক্রিপ্টটি কাজ করবে। |
onbeforeunload |
<body> |
ওয়েব পেজটি রি-লোড(reload) অথবা ক্লোজ(close) করার পূর্বে স্ক্রিপ্টটি কাজ করবে। |
onblur |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
এলিমেন্টের উপর থেকে ফোকাস হারালে স্ক্রিপ্টটি কাজ করবে। |
oncanplay |
<audio>, <embed>, <object>, <video> |
একটি মিডিয়া ফাইল চালানোর জন্য প্রস্তুত হলে স্ক্রিপ্টটি কাজ করবে। |
oncanplaythrough |
<audio>, <video> |
কোনো অডিও/ভিডিও বন্ধ(pause) অথবা বাফারিং(buffering) করা ব্যাতিত সম্পূর্ণ শেষ হলে স্ক্রিপ্টটি কাজ করবে। |
onchange |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
এলিমেন্টের ভ্যালু পরিবর্তন হলে স্ক্রিপ্টটি কাজ করবে। |
onclick |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
এলিমেন্টে একবার ক্লিক করলে স্ক্রিপ্টটি কাজ করবে। |
oncontextmenu |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
ব্রাউজারে oncontextmenu ট্রিগার হলে অর্থাৎ মাউসের রাইট-বাটন ক্লিক করলে স্ক্রিপ্টটি কাজ করবে। |
oncopy |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
যখন কোনো এলিমেন্টের কন্টেন্টকে কপি(copy) করা হয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
oncuechange |
<track> |
যখন একটি <track> এলিমেন্টের সূত্র(cue) পরিবর্তন করা হয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
oncut |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
যখন কোনো এলিমেন্টের কন্টেন্টকে কাট(Cut) করা হয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
ondblclick |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
যখন কোনো এলিমেন্টে ডাবল-ক্লিক করা হয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
ondrag |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
কোনো এলিমেন্টের ড্রাগ(drag) করা শেষ পর্যায়ে স্ক্রিপ্টটি কাজ করবে। |
ondragend |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
যখন কোনো এলিমেন্টে ড্রাগ(drag) করা শেষ হয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
ondragenter |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
যখন কোনো এলিমেন্ট একটি বৈধ ড্রপ(drop) টার্গেট থেকে টেনে আনা হয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
ondragleave |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
যখন কোনো এলিমেন্ট একটি বৈধ ড্রপ(drop) টার্গেট ছেড়ে চলে যায় তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
ondragover |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
একটি বৈধ ড্রপ(drop) টার্গেটের উপরে একটি এলিমেন্টকে টেনে নিয়ে গেলে স্ক্রিপ্টটি কাজ করবে। |
ondragstart |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
কোনো এলিমেন্টকে ড্রাগ(drag/টেনে নিয়ে গেলে) করা শুরু করলে স্ক্রিপ্টটি কাজ করবে। |
ondrop |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
যখন কোনো এলিমেন্টকে ড্রাগ(drag) করে ড্রপ(drop) করা হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
ondurationchange |
<audio>, <video> |
যখন কোনো যখন মিডিয়ার length পরিবর্তন করা হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে ।
|
onemptied |
<audio>, <video> |
যখন কোনো ভুল অথবা কোনো অপ্রত্যাশিত সংযোগ বিচ্ছিন্নতার কারনে ফাইলটি আর পাওয়া না গেলে তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
onended |
<audio>, <video> |
অডিও/ভিডিও ফাইলটি চলা শেষ হলে স্ক্রিপ্টটি কাজ করব। ইহা একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট। সাধারনত মিডিয়া শেষে ধন্যবাদ মেসেজ দেখানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। |
onerror |
<audio>, <body>, <embed>, <img>, <object>, <script>, <style>, <video> |
কোনো ত্রুটি দেখা দিলে স্ক্রিপ্টটি কাজ করবে। |
onfocus |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
এলিমেন্টকে ফোকাস করা হলে স্ক্রিপ্টটি কাজ করবে। |
onhashchange |
<body> |
যখন একটি লিংকের এঙ্কোর(Anchor) অংশের পরিবর্তন করা হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
oninput |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
ব্যবহারকারী ইনপুট ফিল্ডে ক্যারেক্টার ইনপুট করা শুরু করলে স্ক্রিপ্টটি কাজ করবে। |
oninvalid |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
যদি এলিমেন্টটি অবৈধ(Invalid) হয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
onkeydown |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
যখন ব্যবহারকারী কিবোর্ডের কোনো কী প্রেস(press) করে ধরে রাখা অবস্থায় স্ক্রিপ্টটি কাজ করবে। |
onkeypress |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
যখন ব্যবহারকারী কিবোর্ডের কোনো কী প্রেস(press) করে তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
onkeyup |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
যখন ব্যবহারকারী কিবোর্ডের কোনো কী প্রেস(press) করার পর ছেড়ে দেয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
onload |
<body>, <iframe>, <img>, <input>, <link>, <script>, <style> |
কোনো এলিমেন্ট লোড সম্পূর্ণ হওয়ার পর স্ক্রিপ্টটি কাজ করবে। |
onloadeddata |
<audio>, <video> |
মিডিয়া ডাটা লোড সম্পূর্ণ হওয়ার পর স্ক্রিপ্টটি কাজ করবে। |
onloadedmetadata |
<audio>, <video> |
মেটা ডাটা(যেমনঃ dimensio, duration) লোড সম্পূর্ণ হওয়ার পর স্ক্রিপ্টটি কাজ করবে। |
onloadstart |
<audio>, <video> |
কোনো ফাইল লোড হওয়া শুরু করলে স্ক্রিপ্টটি কাজ করবে। |
onmousedown |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
যখন একটি এলিমেন্টে মাউস বাটনটি চেপে ধরা হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
onmousemove |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
যখন একটি এলিমেন্টের উপর মাউসের পয়েন্টারটি নিয়ে ঘুরে বেড়ানো হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
onmouseout |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
যখন একটি এলিমেন্টের উপর থেকে মাউসের পয়েন্টারটি সরানো হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
onmouseover |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
যখন একটি এলিমেন্টের উপর মাউসের পয়েন্টারটি রাখা হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
onmouseup |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
যখন একটি এলিমেন্টের উপর থেকে মাউস বাটনের ক্লিক সরানো হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
onmousewheel |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
কোনো এলিমেন্টের উপর মাউস হুইল(wheel) দ্বারা স্ক্রল(scroll) করলে স্ক্রিপ্টটি কাজ করবে। |
onoffline |
<body> |
যখন ব্রাউজারটি অফ-লাইনে কাজ করা শুরু করবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
ononline |
<body> |
যখন ব্রাউজারটি অন-লাইনে কাজ করা শুরু করবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
onpagehide |
<body> |
ব্যবহারকারী এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার পূর্বে স্ক্রিপ্টটি কাজ করবে। |
onpageshow |
<body> |
ব্যবহারকারী এক পেজ থেকে অন্য পেজে গেলে স্ক্রিপ্টটি কাজ করবে। |
onpaste |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
ব্যবহারকারী কোনো এলিমেন্টের কিছু কন্টেন্ট পেস্ট(paste) করলে স্ক্রিপ্টটি কাজ করবে। |
onpause |
<audio>, <video> |
ব্যবহারকারী অথবা প্রোগ্রাম দ্বারা মিডিয়াটি মাঝ পথে থামলে স্ক্রিপ্টটি কাজ করবে। |
onplay |
<audio>, <video> |
যখন মিডিয়াটি চালু করার জন্য প্রস্তুুত হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
onplaying |
<audio>, <video> |
যখন মিডিয়াটি চলতে থাকবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
onpopstate |
<body> |
যখন উইন্ডোজের ইতিহাস(history) পরিবর্তিত হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
onprogress |
<audio>, <video> |
যখন ব্রাউজারটি মিডিয়া তথ্য পাওয়ার প্রক্রিয়াধীন অবস্থায় থাকে তখন স্ক্রিপ্টটি কাজ করে। |
onratechange |
<audio>, <video> |
যতবার অডিও/ভিডিও চলার গতি পরিবর্তন হবে ততবার স্ক্রিপ্টটি কাজ করবে। |
onreset |
<form> |
যখন ফরমের রিসেট বাটনে ক্লিক করা হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
onresize |
<body> |
যখন ব্রাউজার উইন্ডোর আকার পরিবর্তন করা হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
onscroll |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
এলিমেন্টের স্ক্রলবারকে যখন স্ক্রল করা হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
onsearch |
<input> |
যখন ব্যবহারকারী অনুসন্ধানী বক্সে(input="search") কিছু লিখবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
onseeked |
<audio>, <video> |
যখন কোনো অডিও/ভিডিও কে টানা(সিকিং/seeking) শেষ হয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
onseeking |
<audio>, <video> |
যখন কোনো অডিও/ভিডিও কে টানা(সিকিং/seeking) হয় তখন স্ক্রিপ্টটি কাজ করে। |
onselect |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
কোনো এলিমেন্ট সিলেক্ট করা হলে স্ক্রিপ্টটি কাজ করে। |
onshow |
<menu> |
contextmenu তে <menu> এলিমেন্ট প্রদর্শন করতে এট্রিবিউটটি ব্যবহার করা হয়। |
onstalled |
<audio>, <video> |
যখন কোনো কারনে ব্রাউজার মিডিয়া তথ্য লোদ করতে ব্যর্থ হয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
onstorage |
<body> |
যখন একটি ওয়েব স্টোরেজের এরিয়া আপডেট করা হয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
onsubmit |
<form> |
ফরম সাবমিট হলে স্ক্রিপ্টটি কাজ করবে। |
onsuspend |
<audio>, <video> |
কোনো কারনে সম্পূর্ন মিডিয়ার তথ্য লোড হওয়ার পূর্বেই বন্ধ হয়ে গেলে স্ক্রিপ্টটি কাজ করবে। |
ontimeupdate |
<audio>, <video> |
যখন অডিও/ভিডিও চলার অবস্থান(মিডিয়ার ভিন্ন পয়েন্টে দ্রুত পরিবর্তন) পরিবর্তন হয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
ontoggle |
<details> |
ব্যবহারকারী <details> এলিমেন্টকে বন্ধ/চালু করে তখন স্ক্রিপ্টটি কাজ করে। |
onunload |
<body> |
পেজটি রি-লোড অথবা ক্লোজ(বন্ধ) করার সময় স্ক্রিপ্টটি কাজ করে। |
onvolumechange |
<audio>, <video> |
মিডিয়া ফাইলের যতবার ভলিউম পরিবর্তন হবে ততবার স্ক্রিপ্টটি কাজ করবে। |
onwaiting |
<audio>, <video> |
যখন কোনো মিডিয়া ফাইল বাফারিং অথবা ব্যবহারকারী কর্তৃক পরবর্তীতে চালানোর জন্য বন্ধ রাখা হয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে। |
onwheel |
সকল দৃশ্যমান এলিমেন্ট |
যখন কোনো এলিমেন্টের উপর মাউসের হুইলটি স্ক্রল করা হয় তখন স্ক্রিপ্টটি কাজ করে। |
open |
<details> |
<details> এলিমেন্টের অতিরিক্ত লুক্কায়িত তথ্য সমূহ ডিফল্টভাবে ব্রাউজারে প্রদর্শিত হয়। |
optimum |
<meter> |
হিসাব করার জন্য সর্বোত্তম মানটি কত হবে তা উল্লেখ করে। |
pattern |
<input> |
ইহা একটি রেগুলার এক্সপ্রেশন। যা ইনপুট ফিল্ডে প্রবেশকৃত ভ্যালুর জন্য প্যাটার্ন নির্ধারণ করে। |
placeholder |
<input>, <textarea> |
ব্যবহারকারীকে প্রবেশকৃত তথ্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত ইঙ্গিত প্রদান করে। |
poster |
<video> |
ভিডিও ফাইল চালু করার পূর্বে অথবা লোড হওয়ার সময় একটি ছবি প্রদর্শন করে। |
preload |
<audio>, <video> |
ওয়েব পেজ লোড হওয়ার সাথে সাথে মিডিয়া ফাইলটি লোড হবে কিনা তা নির্ধারণ করে। |
readonly |
<input>, <textarea> |
এলিমেন্টটি শুধুমাত্র পড়ার যোগ্য তা উল্লেখ করে। |
rel |
<a>, <area>, <link> |
বর্তমান ডকুমেন্টের সাথে লিঙ্ককৃত ডকুমেন্টের মধ্যে সম্পর্ক উল্লেখ করে। |
required |
<input>, <select>, <textarea> |
ফরম সাবমিটের পুর্বে এলিমেন্টটি অবশ্যই পূরন করতে হবে তা উল্লেখ করে। |
reversed |
<ol> |
অডার্ড লিস্টের তালিকা সমূহকে নিম্নক্রমানুসারে সাজায়।(যেমনঃ ৩, ২, ১...) |
rows |
<textarea> |
<textarea> এলিমেন্টের প্রদর্শিত লাইনের সংখ্যা নির্ধারণ করে। |
rowspan |
<td>, <th> |
দুই বা ততোধিক সারিকে একত্রিত করার জন্য ব্যবহৃত হয়। |
sandbox |
<iframe> |
<iframe> এলিমেন্টের কন্টেন্টের জন্য অতিরিক্ত সীমাবদ্ধতা যুক্ত করে। |
scope |
<th> |
টেবিলের কলাম/সারি অথবা কলাম/সারি গ্রুপের জন্য একটি শিরোনাম নির্দিষ্ট করে। এট্রিবিউটটির সাধারণ ওয়েব ব্রাউজারগুলোতে কোন দৃশ্যমান প্রভাব নেই, তবে স্ক্রিন রিডারদের জন্য ব্যবহার করা যেতে পারে। |
scoped |
<style> |
স্টাইল টি শুধুমাত্র ঐ এলিমেন্টের প্যারেন্ট এলিমেন্ট এবং চাইল্ড এলিমেন্টের জন্য প্রযোজ্য হবে। ইহা একটি বুলিয়ান এট্রিবিউট এবং শুধুমাত্র ফায়ারফক্সে(Firefox) সমর্থন করে। |
selected |
<option> |
<select> এলিমেন্টের ড্রপ-ডাউন লিস্টের একটি অপশনকে পূর্ব থেকে সিলেক্ট করে রাখতে ব্যবহার করা হয়। |
shape |
<area> |
<area> এলিমেন্টের আকৃতি নির্ধারণ করে। |
size |
<input>, <select> |
<input> এলিমেন্টের প্রবেশকৃত অক্ষরের সংখ্যা নির্ধারণ করে এবং <select> এলিমেন্টের ক্ষেত্রে প্রদর্শিত অপশনের সংখ্যা নির্ধারন করে। |
sizes |
<link> |
আইকনের আকার নির্ধারণ করতে ব্যবহার করা হয়। ইহা শুধুমাত্র rel="icon" এট্রিবিউটের সাথে কাজ করে। |
span |
<col>, <colgroup> |
এলিমেন্ট সমূহ কতটি কলাম নিয়ে কাজ করবে তা নির্ধারন করা হয়। |
spellcheck |
গ্লোবাল এট্রিবিউট |
পরিবর্তনশীল টেক্সটের বানান এবং ব্যাকরণ পরীক্ষা করতে ব্যবহার করা হয়। |
src |
<audio>, <embed>, <iframe>, <img>, <input>, <script>, <source>, <track>,
<video> |
মিডিয়া এলিমেন্টের জন্য মিডিয়া ফাইলটি নির্ধারণ করে। |
srcdoc |
<iframe> |
<iframe> এলিমেন্টে এইচটিএমএল কন্টেন্ট প্রদর্শন করতে ব্যবহার করা হয়। |
srclang |
<track> |
অডিও/ভিডিও ট্র্যাকের সাবটাইটেলের ক্ষেত্রে ভাষা ডিফাইন করে। |
start |
<ol> |
একটি অর্ডার লিস্টের গণনাকৃত সংখ্যার শুরুর মান নির্ধারণ করে। |
step |
<input> |
একটি ইনপুট ফিল্ডে নাম্বার টাইপের ক্ষেত্রে দুই সংখ্যার মধ্যবর্তী ব্যবধান নির্ধারন করে। |
style |
গ্লোবাল এট্রিবিউট |
এলিমেন্টে ইনলাইনে স্টাইল করতে ব্যবহার করা হয়। |
tabindex |
গ্লোবাল এট্রিবিউট |
কিবোর্ডের ট্যাব কি এর জন্য ইন্ডেক্স/সূচক নির্ধারণ করে। |
target |
<a>, <area>, <base>, <form> |
লিংককৃত ডকুমেন্ট কোথায় খুলবে অথবা ফরম কোথায় সাবমিট হবে তা নির্ধারণ করে। |
title |
গ্লোবাল এট্রিবিউট |
একটি এলিমেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। ইহা টুলটিপ আকারে ব্রাউজারে প্রদর্শিত হয়। |
translate |
গ্লোবাল এট্রিবিউট |
এলিমেন্টের কন্টেন্ট সমুহ ট্রান্সলেট হবে কিনা তা নির্ধারণ করে। |
type |
<button>, <embed>, <input>, <link>, <menu>, <object>, <script>,
<source>, <style> |
এলিমেন্ট সমুহের ধরন(type) নির্ধারণ করে। |
usemap |
<img>, <object> |
ছবি/অবজেক্টকে ইমেজ-ম্যাপ হিসেবে ব্যবহার করতে অর্থাৎ ম্যাপ এলিমেন্টের সাথে সম্পর্ক করতে এট্রিবিউটটি ব্যবহার করা হয়। |
value |
<button>, <input>, <li>, <option>, <progress>, <param> |
এলিমেন্টের ভ্যালু(value) নির্ধারণ করে। |
widt |
<canvas>, <embed>, <iframe>, <img>, <input>, <object>, <video> |
এলিমেন্টের প্রস্থ(width) নির্ধারণ করে। |
wrap |
<textarea> |
একটি সাবমিটকৃত ফরমের টেক্সট-এরিয়ায় টেক্সট কিভাবে প্রদর্শিত হবে তা নির্ধারণ করে। |