এইচটিএমএল <embed> ট্যাগ
<embed>
ট্যাগের ব্রাউজার সাপোর্ট
এলিমেন্ট | Google Chrome | Edge/IE | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
<embed> |
সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন |
সংজ্ঞা ও ব্যবহার
<embed>
ট্যাগের মাধ্যমে ওয়েবপেজে এক্সটার্নাল এপ্লিকেশন, ফ্লাশ এনিমেশন ফাইল, ইমেজ, ভিডিও, ইউটিউব ভিডিও অথবা ইন্টারেক্টিভ বিষয়বস্তু অন্তর্ভূক্ত করা যায়।
উদাহরনস্বরুপ, আমরা প্রায়ই বিভিন্ন ওয়েবসাইটে ইউটিউবের ভিডিও প্লাগ-ইনের মতো করে দেখি। আপনিও চাইলে <embed>
ট্যাগের মাধ্যমে খুব সহজে আপনার ওয়েবপজে ইউটিউবের ভিডিও অন্তর্ভূক্ত করতে পারেন।
এর জন্য আপনি প্রথমে যেই ভিডিওটি যুক্ত করতে চান সেটি চালু করুন, তারপর শেয়ার অপশনে গিয়ে Embed এ ক্লিক করুন। ক্লিক করার পর আপনি একটি কোড পেয়ে যাবেন। তারপর কোডটুকু কপি করে <embed>
ট্যাগের মধ্যে রাখলে ইউটিউব ভিডিওটি আপনার ওয়েবপেজে প্রদর্শিত হবে।
কিভাবে <embed>
ট্যাগ ব্যবহার করে ওয়েবপজে ইউটিউব ভিডিও যুক্ত করতে হয় তা নিচের উদাহরণে দেখানো হলোঃ
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<body>
<embed src="https://www.youtube.com/embed/bNRpnd4qWfc" width="450" height="280">
</body>
</html>
ফলাফল
এট্রিবিউট
নিচের টেবিলে <embed>
ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ
এট্রিবিউট | ভ্যালু | বর্ণনা |
---|---|---|
height | Pixel | <embed> এলিমেন্টের কন্টেন্টের উচ্চতা(height) নির্ধারণ করার জন্য এটি ব্যবহার করা হয়। |
src | URL | <embed> এর এক্সটার্নাল ফাইলের এড্রেস নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয়। |
type | Media-type | <embed> এর কনটেন্টের মিডিয়া-টাইপ নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয়। |
width | Pixel | <embed> এলিমেন্টের কন্টেন্টের প্রস্থ(width) নির্ধারণ করার জন্য এটি ব্যবহার করা হয়। |
<embed>
ট্যাগে ট্যাগটি গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?
গ্লোবাল এট্রিবিউট | ইভেন্ট এট্রিবিউট |
---|---|
সাপোর্ট করে | সাপোর্ট করে |
<embed>
ট্যাগের ডিফল্ট স্টাইল
অধিকাংশ ব্রাউজারেই <embed>
এলিমেন্ট নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ
embed:focus {
outline: none;
}