এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <textarea> ট্যাগ


<textarea> ট্যাগের ব্রাউজার সাপোর্ট



এলিমেন্ট Google Chrome Edge/IE Mozila Firefox Safari Opera
<textarea> সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন




সংজ্ঞা ও ব্যবহার

<textarea> ট্যাগের মাধ্যমে একাধিক লাইনের ইনপুট কন্ট্রোল তৈরি করা হয়।

<textarea> এলিমেন্ট অসংখ্য সংখ্যক ক্যারেক্টার ধারন করতে পারে।

cols এবং rows এট্রিবিউটের মাধ্যমে টেক্সটএরিয়ার আকার নির্ধারণ করা যায়। এছাড়া সিএসএস এর height এবং width প্রোপার্টির মাধ্যমেও টেক্সটএরিয়ার আকার নির্ধারণ করা যায়।



নিচের উদাহরণে <textarea> এলিমেন্টের ব্যবহার দেখানো হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<body>

  <textarea rows="6" cols="70">
    স্যাট একাডেমীতে আপনি বাংলায় প্রোগ্রামিং শিখতে পারবেন।
  </textarea>

</body>
</html> 

ফলাফল





এট্রিবিউট

নিচের টেবিলে <textarea> ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ

এট্রিবিউট ভ্যালু বর্ননা
autofocus autofocus পেজটি লোড হওয়ার সাথে সাথে টেক্সটএরিয়ার জন্য ফোকাস নির্ধারণ করে।
cols number টেক্সটএরিয়ার জন্য দৃশ্যমান প্রস্থ(width) নির্ধারণ করে।
dirname textareaname.dir টেক্সটএরিয়া এলিমেন্টে টেক্সটের ডিরেকশন উল্লেখ করে।
disabled disabled টেক্সটএরিয়াকে নিষ্ক্রিয়(disabled) করে দেয়।
form form_id টেক্সটএরিয়া সংশ্লিষ্ট এক বা একাধিক ফরমের আইডি উল্লেখ করে।
maxlength number টেক্সটএরিয়াতে সর্বোচ্চ কতো ক্যারেক্টার লেখা যাবে তা নির্ধারণ করে।
name text টেক্সটএরিয়ার জন্য একটি নাম নির্ধারণ করে।
placeholder text টেক্সটএরিয়ায় কি ধরনের টেক্সট লিখতে হবে তার ইঙ্গিত দেয়ার জন্য একটি টেক্সট নির্ধারণ করে।
readonly readonly টেক্সটএরিয়াটিকে শুধুমাত্র পড়ার জন্য তৈরি করে। ইউজার এটি এডিট করতে পারবে না।
required required টেক্সটএরিয়াতে অবশ্যই পূরনীয় শর্ত যুক্ত করে। অর্থাৎ কিছু লেখা ছাড়া ফরম সাবমিট হবে না।
rows number টেক্সটএরিয়াতে দৃশ্যমান লাইনের সংখ্যা নির্ধারণ করে।
wrap hard
soft
যখন ফরম সাবমিট করা হয় তখন টেক্সটএরিয়ার টেক্সট কিভাবে wrap হবে তা নির্ধারণ করে।


<textarea> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে


সম্পর্কিত পেজ