এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <a> ট্যাগ


<a> ট্যাগের ব্রাউজার সাপোর্ট



এলিমেন্ট Google Chrome Edge/IE Mozila Firefox Safari Opera
<a> সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন




সংজ্ঞা ও ব্যবহার

<a> ট্যাগ দ্বারা হাইপারলিংক(hyperlink) বুঝায়, যেটি এক পেজ থেকে অন্য পেজে লিংক করতে ব্যবহার করা হয়।

<a> এলিমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ন এট্রিবিউট হচ্ছে href এট্রিবিউট। যেটি লিংকের গন্তব্য নির্দেশ করে।

ডিফল্টভাবে সকল ব্রাউজারে লিংক যেমন দেখায়ঃ



নিচের উদাহরণে <a> ট্যাগের ব্যবহার দেখানো হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<body>
   <a href="www.sattacademy.com">SATT Academy</a>
</body>
</html>

পরামর্শঃ উপরের উদাহরনে SATT Academy কে লিংক হিসাবে দেখানো হয়েছে।

ফলাফল





টীকা ও মন্তব্যঃ



এট্রিবিউট

নিচের টেবিলে <a> ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ


এট্রিবিউট ভ্যালু বর্ণনা
charset char_encoding এইচটিএমএল(৫) এ সাপোর্ট করেনা।
লিংক ডকুমেন্টের ক্যারেক্টার-সেট নির্দেশ করে।
coords coordinates এইচটিএমএল(৫) এ সাপোর্ট করেনা।
একটি লিংকের সমন্বয় করাকে নির্দেশ করে।
download filename ব্যবহারকারী যখন হাইপারলিংকে ক্লিক করবে তখন টার্গেটটি ডাউনলোড হবে।
href URL লিংকটি যে পেজে যাবে তার ইউআরএল (URL) কে নির্দেশ করে।
hreflang language_code লিংক ডকুমেন্টের জন্য ভাষা নির্দেশ করে।
media media_query লিংক ডকুমেন্টকে অপটিমাইজ করার জন্য মিডিয়া/ডিভাইস নির্দেশ করে।
name section_name এইচটিএমএল(৫) এ সাপোর্ট করেনা। এর পরিবর্তে গ্লোবাল id এট্রিবিউট ব্যবহার করুন।
একটি এংকরের নাম নির্দেশ করে।
rel alternate
author
bookmark
help
license
next
nofollow
noreferrer
prefetch
prev
search
tag
বর্তমান ডকুমেন্টের এবং লিংক ডকুমেন্টের মধ্যে সম্পর্ক নির্দিষ্ট করে।
rev text এইচটিএমএল(৫) এ সাপোর্ট করেনা।
লিংক ডকুমেন্টে এবং বর্তমান ডকুমেন্টের মধ্যে সম্পর্ক নির্দেশ করে।
shape default
rect
circle
poly
এইচটিএমএল(৫) এ সাপোর্ট করেনা।
লিংকের আকৃতি নির্দেশ করে।
target _blank
_parent
_self
_top
framename
লিংক ডকুমেন্টটি কোথায় ওপেন হবে তা নির্দেশ করে।
type media_type লিংক ডকুমেন্টের মিডিয়ার ধরনকে বুঝায়।


<a> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে


<a> ট্যাগের ডিফল্ট স্টাইল

অধিকাংশ ব্রাউজারেই <a> এলিমেন্ট নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ

a:link, a:visited { 
    color: (internal value);
    text-decoration: underline;
    cursor: auto;
  }

a:link:active, a:visited:active { 
    color: (internal value);
  }


সম্পর্কিত পেজ