এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <link> ট্যাগ


<link> ট্যাগের ব্রাউজার সাপোর্ট



এলিমেন্ট Google Chrome Edge/IE Mozila Firefox Safari Opera
<link> সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন




সংজ্ঞা এবং ব্যবহার

<link> ট্যাগটি ডকুমেন্ট এবং এক্সটার্নাল রিসোর্স এর মধ্যে লিংক/সম্পর্ক স্থাপন করে।

সাধারনত এক্সটার্নাল স্টাইল শীটকে ডকুমেন্টের সাথে সংযুক্ত করতে <link> ট্যাগটি ব্যবহার করা হয়।



কিভাবে একটি এক্সটার্নাল স্টাইল শীটকে এইচটিএমএল ডকুমেন্টের সাথে লিংক করা যায় তা নিচের উদাহরণে দেখানো হলোঃ

এক্সটার্নাল স্টাইল ফাইলঃ style.css

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<head>
  <title>এইচটিএমএল link ট্যাগ</title>
  <link rel="stylesheet" type="text/css" href="style.css">
</head>
<body>

  <h1>স্যাট একাডেমী</h1>
  <p>কম্পিউটার প্রোগ্রামিং শেখার অন্যতম ওয়েবসাইট!</p>
  <a href="https://www.sattacademy.com" target="_blank">www.sattacademy.com</a>

</body>
</html>

ফলাফল





এট্রিবিউট

নিচের টেবিলে <link> ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ

এট্রিবিউট ভ্যালু বর্ণনা
charset char_encoding এইচটিএমএল(৫) সাপোর্ট করে না।
লিঙ্ক ডকুমেন্টের ক্যারেক্টার এনকোডিং নির্ধারণ করে।
crossorigin anonymous
use-credentials
কিভাবে এলিমেন্টটি cross-origin রিকুয়েস্ট হ্যান্ডল করবে তা নির্ধারণ করে।
href URL লিংক/সোর্স ফাইলের অবস্থান নির্দেশ করে। স্টাইল শীটের ক্ষেত্রে ফাইলটির লোকেশন নির্দিষ্ট করে দেয়া।
hreflang language_code লিংককৃত ফাইলের টেক্সের ভাষাকে নির্দেশ করে।
media media_query লিংককৃত ফাইল/ডকুমেন্টটি কি ধরনের ডিভাইসে প্রদর্শন করবে তা নির্দেশ করে।
rel alternate, archives, author, bookmark, external, first, help, icon, last, license, next, nofollow, noreferrer, pingback, prefetch, prev, search, sidebar, stylesheet, tag, up বর্তমান ডকুমেন্ট এবং লিংককৃত ডকুমেন্টের মধ্যে সম্পর্ক নির্দেশ করে।
rev reversed relationship এইচটিএমএল(৫) সাপোর্ট করে না।
লিঙ্ক ডকুমেন্ট এবং বর্তমান ডকুমেন্টের মধ্যে সম্পর্ক নির্দেশ করে।
sizes Height X Width
any
লিংককৃত রিসোর্সের আকার উল্লেক করে। শুধুমাত্র rel="icon"
target _blank
_self
_top
_parent
frame_name
এইচটিএমএল(৫) সাপোর্ট করে না।
লিংক করা ডকুমেন্টটি কোন উইন্ডোতে লোড করা হবে তা উল্লেখ করে।
type media_type লিংককৃত ডকুমেন্টের মিডিয়া টাইপ উল্লেখ করে।


<link> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে না


<link> ট্যাগের ডিফল্ট স্টাইল

অধিকাংশ ব্রাউজারেই <link> এলিমেন্ট নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ

 link {
    display: none;
  }


সম্পর্কিত পেজ