এইচটিএমএল <q> ট্যাগ
<q>
ট্যাগের ব্রাউজার সাপোর্ট
এলিমেন্ট | Google Chrome | Edge/IE | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
<q> |
সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন |
সংজ্ঞা ও ব্যবহার
<q>
ট্যাগ দিয়ে একটি ছোট উদ্ধৃতি বুঝায়।
ব্রাউজার উদ্ধৃতির উভয়পাশে উদ্ধৃতি চিহ্ন দিয়ে দেয়।
নিচের উদাহরণে একটি ছোট উদ্ধৃতি দেখানো হলোঃ
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<body>
<p>সক্রেটিসের বিখ্যাত উক্তিঃ
<q>পৃথিবীতে শুধুমাত্র একটি-ই ভাল আছে, জ্ঞান। আর একটি-ই খারাপ আছে, অজ্ঞতা।</q>
</p>
</body>
</html>
ফলাফল
টীকা ও মন্তব্যঃ
- ভিন্ন কোন সোর্স থেকে নেওয়া তথ্যকে উদ্ধৃতি দেয়ার জন্য
<blockquote>
এলিমেন্টটি ব্যবহার করুন।
এট্রিবিউট
নিচের টেবিলে <q>
ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ
এট্রিবিউট | ভ্যালু | বর্ননা |
---|---|---|
cite | URL | উদ্ধৃতিটির সোর্স URL কে নির্দেশ করে। |
<q>
ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?
গ্লোবাল এট্রিবিউট | ইভেন্ট এট্রিবিউট |
---|---|
সাপোর্ট করে | সাপোর্ট করে |
<q>
ট্যাগের ডিফল্ট স্টাইল
অধিকাংশ ব্রাউজারেই <q>
এলিমেন্ট নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ
q {
display: inline;
}
q:before {
content: open-quote;
}
q:after {
content: close-quote;
}