এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <body> ট্যাগ


<body> ট্যাগের ব্রাউজার সাপোর্ট



এলিমেন্ট Google Chrome Edge/IE Mozila Firefox Safari Opera
<body> সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন




সংজ্ঞা ও ব্যবহার

<body> ট্যাগ ডকুমেন্টের বডিকে নির্দেশ করে।

একটি এইচটিএমএল ডকুমেন্টের সব কন্টেন্টগুলোই <body> এলিমেন্টের মধ্যে থাকে। যেমন টেক্সট, হাইপার-লিঙ্ক, ছবি, টেবিল, তালিকা, ইত্যাদি।



নিচে <body> এলিমেন্ট উদাহরণের মাধ্যমে দেখানো হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<body>

  ডকুমেন্টের কন্টেন্ট......

</body>
</html>

ফলাফল





এট্রিবিউট

<body> ট্যাগে ব্যবহৃত প্রায় সবগুলো এট্রিবিউটই এখন এইচটিএমএল(৫) এ সাপোর্ট করে না। এইচটিএমএল(৫) এ <body> ট্যাগে শুধুমাত্র গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট গুলো সাপোর্ট করে। নিচের টেবিলে পূর্বে ব্যবহার হতো এমন এট্রিবিউট এবং তাদের সম্ভাব্য ভ্যালু গুলো দেখানো হলোঃ


এট্রিবিউট ভ্যালু বর্ণনা
alink color এইচটিএমএল(৫) এ সাপোর্ট করে না।
একটি ডকুমেন্টের একটিভ লিঙ্কের কালার নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয়।
background URL এইচটিএমএল(৫) এ সাপোর্ট করে না।
একটি ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড ইমেজ নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয়।
bgcolor color এইচটিএমএল(৫) এ সাপোর্ট করে না।
একটি ডকুমেন্টের জন্য ব্যাকগ্রাউন্ড কালার নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয়।
link color এইচটিএমএল(৫) এ সাপোর্ট করে না।
একটি ডকুমেন্টের ভিজিট না করা লিঙ্কের কালার নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয়।
text color এইচটিএমএল(৫) এ সাপোর্ট করে না।
একটি ডকুমেন্টের টেক্সটের কালার নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয়।
vlink color এইচটিএমএল(৫) এ সাপোর্ট করে না।
একটি ডকুমেন্টের ভিজিট করা লিঙ্কের কালার নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয়।


<body> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে


<body> ট্যাগের ডিফল্ট স্টাইল

অধিকাংশ ব্রাউজারেই <body> এলিমেন্টটি নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ

body {
    display: block;
    margin: 8px;
  }

body:focus {
    outline: none;
  }


সম্পর্কিত পেজ