এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <li> ট্যাগ


<li> ট্যাগের ব্রাউজার সাপোর্ট



এলিমেন্ট Google Chrome Edge/IE Mozila Firefox Safari Opera
<li> সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন




সংজ্ঞা এবং ব্যবহার

<li> এলিমেন্টের মাধ্যমে লিস্ট আইটেমকে বুঝায়।

<li> এলিমেন্টটি অর্ডার লিস্ট(<ol>), আন-অর্ডার লিস্ট(<ul>), এবং মেনু লিস্ট(<menu>) এ ব্যবহৃত হয়।



নিচের উদাহরণে একটি অর্ডার লিস্ট(<ol>) এবং একটি আন-অর্ডার লিস্ট(<ul>) তৈরি করে দেখানো হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<body>

  <ol>
    <li>শিক্ষক</li>
    <li>ডাক্তার</li>
    <li>ব্যাংকার</li>
  </ol>

  <ul>
    <li>শিক্ষক</li>
    <li>ডাক্তার</li>
    <li>ব্যাংকার</li>
  </ul>

</body>
</html>

ফলাফল





এট্রিবিউট

নিচের টেবিলে <li> ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ

এট্রিবিউট ভ্যালু বর্ণনা
type 1
A
a
I
i
disc
square
circle
এইচটিএমএল(৫) সাপোর্ট করে না।
কি ধরনের বুলেট পয়েন্ট ব্যবহার হবে সেটি নির্ধারণ করে।
value number একটি লিস্ট আইটেমের ভ্যালু নির্দিষ্ট করে। পরবর্তী লিস্ট আইটেমগুলো এই ভ্যালুর উপর নির্ভর করে বৃদ্ধি পাবে।


<li> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে


<li> ট্যাগের ডিফল্ট স্টাইল

অধিকাংশ ব্রাউজারেই <li> এলিমেন্ট নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ

li {
    display: list-item;
  }


সম্পর্কিত পেজ