এইচটিএমএল <li> ট্যাগ
<li>
ট্যাগের ব্রাউজার সাপোর্ট
এলিমেন্ট | Google Chrome | Edge/IE | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
<li> |
সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন |
সংজ্ঞা এবং ব্যবহার
<li>
এলিমেন্টের মাধ্যমে লিস্ট আইটেমকে বুঝায়।
<li>
এলিমেন্টটি অর্ডার লিস্ট(<ol>
), আন-অর্ডার লিস্ট(<ul>
), এবং মেনু লিস্ট(<menu>
) এ ব্যবহৃত হয়।
নিচের উদাহরণে একটি অর্ডার লিস্ট(<ol>
) এবং একটি আন-অর্ডার লিস্ট(<ul>
) তৈরি করে দেখানো হলোঃ
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<body>
<ol>
<li>শিক্ষক</li>
<li>ডাক্তার</li>
<li>ব্যাংকার</li>
</ol>
<ul>
<li>শিক্ষক</li>
<li>ডাক্তার</li>
<li>ব্যাংকার</li>
</ul>
</body>
</html>
ফলাফল
এট্রিবিউট
নিচের টেবিলে <li>
ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ
এট্রিবিউট | ভ্যালু | বর্ণনা |
---|---|---|
type | 1 A a I i disc square circle |
এইচটিএমএল(৫) সাপোর্ট করে না। কি ধরনের বুলেট পয়েন্ট ব্যবহার হবে সেটি নির্ধারণ করে। |
value | number | একটি লিস্ট আইটেমের ভ্যালু নির্দিষ্ট করে। পরবর্তী লিস্ট আইটেমগুলো এই ভ্যালুর উপর নির্ভর করে বৃদ্ধি পাবে। |
<li>
ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?
গ্লোবাল এট্রিবিউট | ইভেন্ট এট্রিবিউট |
---|---|
সাপোর্ট করে | সাপোর্ট করে |
<li>
ট্যাগের ডিফল্ট স্টাইল
অধিকাংশ ব্রাউজারেই <li>
এলিমেন্ট নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ
li {
display: list-item;
}