এইচটিএমএল <time> ট্যাগ
<time>
ট্যাগের ব্রাউজার সাপোর্ট
এলিমেন্ট | Google Chrome | Edge/IE | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
<time> |
সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন |
সংজ্ঞা ও ব্যবহার
<time>
ট্যাগটি ব্যবহার করে ব্রাউজারে মানুষের বোধগম্য ফরম্যাটে date এবং time প্রদর্শন করা হয়।
এছাড়াও এই এলিমেন্টটি date এবং time কে মেশিনের উপযোগী করতে পারে। যার মাধ্যমে একজন ইউজার সহজেই বার্থডে রিমাইন্ডার, ইভেন্ট রিমাইন্ডার, ক্যালেন্ডার এজেন্ডা সেট করতে পারে।
নিচের উদাহরণে <time>
এলিমেন্টের ব্যবহার দেখানো হলোঃ
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<body>
<p>আমি প্রতিদিন সকাল <time>05:00</time> টায় ঘুম থেকে উঠি।</p>
<p><time datetime="2017-08-02 00:00">ঈদের দিন</time> তোমার নিমন্ত্রন রইলো।</p>
</body>
</html>
বিঃদ্রঃ <time>
এলিমেন্ট ব্রাউজারে তেমন দৃশ্যমান কোন পরিবর্তন সাধন করে না।
বিঃদ্রঃ <time>
ট্যাগটি ইন্টারনেট এক্সপ্লোরার ৮ এবং তার আগের ভার্সনে সাপোর্ট করে না।
ফলাফল
এট্রিবিউট
নিচের টেবিলে <time>
ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ
এট্রিবিউট | ভ্যালু | বর্ননা |
---|---|---|
datetime | datetime | <time> এলিমেন্টের মাধ্যমে মেশিনের বোধগম্য date এবং time কে রিপ্রেজেন্ট করে। |
<time>
ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?
গ্লোবাল এট্রিবিউট | ইভেন্ট এট্রিবিউট |
---|---|
সাপোর্ট করে | সাপোর্ট করে |