এইচটিএমএল <blockquote> ট্যাগ
<blockquote>
ট্যাগের ব্রাউজার সাপোর্ট
এলিমেন্ট | Google Chrome | Edge/IE | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
<blockquote> |
সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন |
সংজ্ঞা ও ব্যবহার
<blockquote>
এলিমেন্টের মাধ্যমে ভিন্ন কোন সোর্স থেকে আনা তথ্যকে উদ্ধৃতি চিহ্নের মাধ্যমে প্রদর্শন করা হয়।
ব্রাউজার সাধারণত একটি <blockquote>
এলিমেন্টে ইন্ডেন্ট রেখে প্রদর্শন করে।
নিচের উদাহরণে <blockquote>
এলিমেন্টের ব্যবহার দেখানো হলোঃ
নিচের উদাহরণে <blockquote>
এর ব্যবহার দেখানো হলোঃ
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<body>
<h2>আইটি সম্পর্কে</h2>
<p>আইটি সম্পর্কে কিছু তথ্য ব্লককোড এর মধ্যে লেখা হলোঃ</p>
<blockquote cite="www.sattacademy.com/index.php#about-us">
কম্পিউটার শিক্ষা বর্তমান সময়ের দাবি। যা ডিজিটালের সিড়ি। তাই দেশকে সত্যিকারেরর ডিজিটাল হিসাবে দেখতে
চাইলে সরকারের সহিত আমাদেরকেও সমানভাবে এগিয়ে আসতে হবে, এবং কম্পিউটার শিক্ষা অর্জন করতে হবে।
কিন্তু আমরা জেলাশহরে থাকার কারণে এবং রাজধানী ঢাকা আমাদের থেকে অনেক দুরে অথবা অার্থিক কারণে
আমরা যেমন ওয়েব ডিজাইন এবং ডেভেলোপমেন্ট/এন্ড্রয়েড/ আই ও এস অ্যাপ্স তৈরির কথা চিন্তাও করতে পারিনা।
</blockquote>
</body>
</html>
ফলাফল
টীকা ও মন্তব্যঃ
- ইনলাইনে কোটেশন দেওয়ার জন্য
<q>
ট্যাগ ব্যবহার করুন।
এট্রিবিউট
নিচের টেবিলে <blockquote>
ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ
এট্রিবিউট | ভ্যালু | বর্ণনা |
---|---|---|
cite | URL | কোটেশনের সোর্সকে নির্দেশ করে। অর্থাৎ এই কোটেশনটি কোথা থেকে নেয়া হয়েছে তাকে নির্দেশ করে। |
<blockquote>
ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?
গ্লোবাল এট্রিবিউট | ইভেন্ট এট্রিবিউট |
---|---|
সাপোর্ট করে | সাপোর্ট করে |
<blockquote>
ট্যাগের ডিফল্ট স্টাইল
অধিকাংশ ব্রাউজারেই <blockquote>
এলিমেন্টটি নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়।
blockquote {
display : block;
margin-top : 1em;
margin-bottom : 1em;
margin-left : 40px;
margin-right : 40px;
}