এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <style> ট্যাগ


<style> ট্যাগের ব্রাউজার সাপোর্ট



এলিমেন্ট Google Chrome Edge/IE Mozila Firefox Safari Opera
<style> সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন




সংজ্ঞা ও ব্যবহার

এইচটিএমএল ডকুমেন্টের জন্য স্টাইল শীট ডিক্লেয়ার করার জন্য <head> সেকশনে <style> এলিমেন্টটি ব্যবহার করা হয়।

ব্রাউজার কিভাবে একটি এইচটিএমএল ডকুমেন্টকে প্রদর্শন করবে তা <style> ট্যাগের মধ্যে নির্ধারণ করে দেওয়া হয়।



কিভাবে <style> এলিমেন্ট ব্যবহার করে একটি এইচটিএমএল ডকুমেন্টের স্টাইল নির্ধারণ করা যায়, তা নিচের উদাহরণে দেখানো হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<head>
  <title>HTML style tag</title>
  <style>
    h1 {
      background: green;
      color: white;
    }
    p {
      background: teal;
      color: white;
    }
  </style>
</head>
<body>

  <h1>This is a heading with white font color and green background.</h1>
  <p>This is a paragraph with white font color and teal background.</p>

</body>
</html>

ফলাফল





টীকা ও মন্তব্যঃ



এট্রিবিউট

নিচের টেবিলে <style> ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ

এট্রিবিউট ভ্যালু বর্ননা
media screen
tty
tv
projection
handheld
print
braille
aural
all
ডকুমেন্টটি কোন ডিভাইসে প্রদর্শিত হবে সেটি নির্ধারণ করে।
scoped scoped স্টাইল শুধুমাত্র প্যারেন্ট এলিমেন্ট এবং তার চাইল্ড এলিমেন্ট প্রয়োগ করা যায় তা উল্লেখ করে।
type text/css <style> ট্যাগের মিডিয়া টাইপ উল্লেখ করে।


<style> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে


<style> ট্যাগের ডিফল্ট স্টাইল

অধিকাংশ ব্রাউজারেই <style> এলিমেন্ট নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ

style {
    display: none;
  }


সম্পর্কিত পেজ