এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <del> ট্যাগ


<del> ট্যাগের ব্রাউজার সাপোর্ট



এলিমেন্ট Google Chrome Edge / IE Mozila Firefox Safari Opera
<del> সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন




সংজ্ঞা ও ব্যবহার

আপডেট অথবা পরিবর্তন দেখানোর জন্য <del> ট্যাগ ব্যবহার করা হয়। একটি ডকুমেন্ট থেকে কোন শব্দ বা বাক্য বাতিল বুঝাতে অর্থাৎ শব্দ বা বাক্যের মাঝ বরাবর একটি সরল রেখা দিতে <del> ট্যাগটি ব্যবহৃত হয়। যেমনঃ আমার প্রিয় খেলা ক্রিকেট ফুটবল

উপরের লাইনটিতে আমার প্রিয় খেলা ছিল ক্রিকেট কিন্তু তা পরিবর্তিত বা আপডেট হয়ে ফুটবল হয়েছে তাই ক্রিকেটের মাঝ বরাবর একটি রেখা টানা হয়েছে আর এই রেখা টানার কাজটাই <del> ট্যাগেরর মাধ্যমে করা হয়।



নিচের উদাহরনে <del> ট্যাগের ব্যবহার দেখানো হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<body>

  <p>আমার প্রিয় খেলা <del>ক্রিকেট</del> <ins>ফুটবল</ins>!</p>

</body>
</html>

ফলাফল





টীকা ও মন্তব্যঃ



এট্রিবিউট

নিচের টেবিলে <del> ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ

এট্রিবিউট ভ্যালু বর্ণনা
cite URL টেক্সট কেন ডিলেট করা হয়েছে ,সে তথ্য সম্বলিত একটি ডকুমেন্টের URL নির্দেশ করে।
datetime YYYY-MM-DDThh:mm:ssTZD টেক্সট কখন ডিলেট করা হয়েছে তার সময় এবং তারিখ নির্দেশ করে।


<del> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে


<del> ট্যাগের ডিফল্ট স্টাইল

অধিকাংশ ব্রাউজারেই <del> এলিমেন্টটি নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ

del {
    text-decoration: line-through;
  }


সম্পর্কিত পেজ