এইচটিএমএল <meter> ট্যাগ
<meter>
ট্যাগের ব্রাউজার সাপোর্ট
এলিমেন্ট | Google Chrome | Edge/IE | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
<meter> |
সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন |
সংজ্ঞা ও ব্যবহার
<meter>
এলিমেন্ট একটি নির্দ্দিষ্ট সীমার/ভগ্নাংশের মধ্যে আনুপাতিক পরিমাপ করে। এটি গজ হিসেবেও পরিচিত।
উদাহরণঃ ডিস্ক এর ব্যবহৃত অংশ, একটি প্রাসঙ্গিক কুয়েরি রেজাল্ট ইত্যাদি।
<meter>
ট্যাগটি প্রোগ্রেস(প্রোগ্রেস বার) নির্দেশ করার জন্য ব্যবহার করা উচিত নয়। প্রোগ্রেস বার তৈরি করার জন্য <progress>
ট্যাগ ব্যবহার করুন।
নিচের উদাহরণে <meter>
ট্যাগের ব্যবহার দেখানো হলোঃ
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<body>
<p>গজ প্রদর্শনঃ</p>
<meter value="7" min="0" max="10">7 out of 10</meter><br>
<meter value="0.4">40%</meter>
</body>
</html>
বিঃদ্রঃ <meter>
ট্যাগটি ইন্টারনেট এক্সপ্লোরার, Edge 12, সাফারি 5 এক্সপ্লোরার এবং পূর্বের ভার্সনে সার্পোট করে না।
ফলাফল
এট্রিবিউট
নিচের টেবিলে <meter>
ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ
এট্রিবিউট | ভ্যালু | বর্ননা |
---|---|---|
form | form_id | <meter> এলিমেন্ট সংশ্লিষ্ট এক বা একাধিক ফরম উল্লেখ করে। |
high | number | এমন একটি রেঞ্জ নির্ধারণ করে যেটি সর্বোচ্চ ভ্যালু বলে বিবেচিত হয়। |
low | number | এমন একটি রেঞ্জ নির্ধারণ করে যেটি সর্বনিম্ন ভ্যালু বলে বিবেচিত হয়। |
max | number | একটি রেঞ্জের সর্বোচ্চ ভ্যালু নির্ধারণ করে। |
min | number | একটি রেঞ্জের সর্বনিম্ন ভ্যালু নির্ধারণ করে। |
optimum | number | পরিমাপ এর জন্য প্রত্যাশিত(optimal) ভ্যালুকে বুঝায়। |
value | number | পরিমাপ এর জন্য বর্তমান ভ্যালুকে বু্ঝায়, যা অবশ্যই দিতে হবে। |
<meter>
ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?
গ্লোবাল এট্রিবিউট | ইভেন্ট এট্রিবিউট |
---|---|
সাপোর্ট করে | সাপোর্ট করে |