এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <meter> ট্যাগ


<meter> ট্যাগের ব্রাউজার সাপোর্ট



এলিমেন্ট Google Chrome Edge/IE Mozila Firefox Safari Opera
<meter> সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন




সংজ্ঞা ও ব্যবহার

<meter> এলিমেন্ট একটি নির্দ্দিষ্ট সীমার/ভগ্নাংশের মধ্যে আনুপাতিক পরিমাপ করে। এটি গজ হিসেবেও পরিচিত।

উদাহরণঃ ডিস্ক এর ব্যবহৃত অংশ, একটি প্রাসঙ্গিক কুয়েরি রেজাল্ট ইত্যাদি।

<meter> ট্যাগটি প্রোগ্রেস(প্রোগ্রেস বার) নির্দেশ করার জন্য ব্যবহার করা উচিত নয়। প্রোগ্রেস বার তৈরি করার জন্য <progress> ট্যাগ ব্যবহার করুন।



নিচের উদাহরণে <meter> ট্যাগের ব্যবহার দেখানো হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<body>

  <p>গজ প্রদর্শনঃ</p>
  <meter value="7" min="0" max="10">7 out of 10</meter><br>
  <meter value="0.4">40%</meter>

</body>
</html>

বিঃদ্রঃ <meter> ট্যাগটি ইন্টারনেট এক্সপ্লোরার, Edge 12, সাফারি 5 এক্সপ্লোরার এবং পূর্বের ভার্সনে সার্পোট করে না।

ফলাফল





এট্রিবিউট

নিচের টেবিলে <meter> ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ

এট্রিবিউট ভ্যালু বর্ননা
form form_id <meter> এলিমেন্ট সংশ্লিষ্ট এক বা একাধিক ফরম উল্লেখ করে।
high number এমন একটি রেঞ্জ নির্ধারণ করে যেটি সর্বোচ্চ ভ্যালু বলে বিবেচিত হয়।
low number এমন একটি রেঞ্জ নির্ধারণ করে যেটি সর্বনিম্ন ভ্যালু বলে বিবেচিত হয়।
max number একটি রেঞ্জের সর্বোচ্চ ভ্যালু নির্ধারণ করে।
min number একটি রেঞ্জের সর্বনিম্ন ভ্যালু নির্ধারণ করে।
optimum number পরিমাপ এর জন্য প্রত্যাশিত(optimal) ভ্যালুকে বুঝায়।
value number পরিমাপ এর জন্য বর্তমান ভ্যালুকে বু্ঝায়, যা অবশ্যই দিতে হবে।


<meter> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে


সম্পর্কিত পেজ